Barak UpdatesHappeningsCultureBreaking News
হাইলাকান্দিতে তিনদিন ব্যাপী রোটারি বই উৎসব, কাল উদ্বোধন
রয়েছে কবি সম্মেলন, রক্তদান শিবির ও স্মারক বক্তৃতা
১৮ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপটে আগামী ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি হাইলাকান্দি রোটারি ক্লাবের পক্ষ থেকে ছোট পরিসরে বই উৎসবের আয়োজন করা হয়েছে। হাইলাকান্দি শহরের পুরাতন হাসপাতাল রোডের এডুকেশন কমপ্লেক্স সংলগ্ন তরুণ সংঘ ও রোটারি ক্লাব প্রাঙ্গণে বই উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
১৯ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই উৎসবে কবি সম্মেলন, বই নিয়ে আড্ডা ইত্যাদির পাশাপাশি ২১ ফেব্রুয়ারি দিনব্যাপী মাতৃভাষা দিবসের নানা কার্যসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকাল আটটায় রোটারি ক্লাব প্রাঙ্গণ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপটে বই নিয়ে পথচলা, সকাল ১০টা থেকে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় সঞ্জয় চক্রবর্তী স্মৃতি রক্তদান শিবির৷ বিকেল চারটায় রয়েছে স্মারক বক্তৃতা। বিষয় : স্বাধীনতা আন্দোলনে বরাক উপত্যকার গান। বক্তা বরাক উপত্যকার বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ড. অমলেন্দু ভট্টাচার্য৷ সেই সময়ের গানগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিতে উপস্থিত থাকবেন উপত্যকার বিশিষ্ট নাট্যকার শেখর দেবরায়।
হাইলাকান্দি রোটারি ক্লাব সভাপতি শংকর চৌধুরী জানান, বই পড়ার প্রয়াস অব্যাহত রাখার পাশাপাশি নবপ্রজন্মের মধ্যে এই যান্ত্রিক যুগেও বইকে বন্ধু হিসেবে বেছে নেওয়ার উৎসাহ জোগাতে এ বছর আবারও তাঁরা ‘বই উৎসব’-এর আয়োজন করেছেন৷ প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ন’টা পর্যন্ত তরুন সংঘ প্রাঙ্গণে চলবে এই বই উৎসব।