NE UpdatesHappeningsBreaking News

টাকা পাঠাতে বা লিংকে ক্লিক করতে বললে যাচাই করে নিন, সিআইডির পরামর্শ

ওয়েটুবরাক, ২৮ জুলাই : সাইবার অপরাধের শিকার হয়ে সাধারণ মানুষ পুলিশের কাছে যান, রাজনৈতিক নেতারা মন্ত্রীর কাছেও নালিশ করেন ৷ কিন্তু অসমে এখন মন্ত্রী, পুলিশ অফিসার কেউ রেহাই পাচ্ছেন না সাইবার অপরাধীদের হাত থেকে৷ প্রায়ই তাদের অ্যাকাউন্ট হ্যাক করে পরিচিতজনদের কাছে অর্থ চাওয়া হচ্ছে৷ কখনও বিপদে পড়ার বাহানায়, কখনও-বা উপহার কেনার কথা বলে জালিয়াতির ফাঁদ পাতছে সাইবার অপরাধীরা৷ বিষয়টি যে আসাম পুলিশকে ভাবিয়ে তুলছে তা প্রকাশ করল রাজ্য পুলিশের সিআইডি শাখা৷

জনস্বার্থে প্রচারিত পরামর্শ বলে আসাম পুলিশের সিআইডি শাখা সামাজিক মাধ্যমে জানিয়েছে, প্রতারকরা এখন নতুন কৌশল গ্রহণ করেছে৷ বিভিন্ন প্রতিষ্ঠান বা দফতরের ওয়েবসাইট থেকে অফিসার-কর্মচারীদের সকলের তথ্য সংগ্রহ করে৷ অনেক সময় অসদুপায়ে সিনিয়র অফিসারদের কনট্যাক্ট লিস্টও দেখে নেয়৷ এর পর এরা ওয়েবসাইট, সামাজিক মাধ্যম, ই-মেল, ম্যাসেঞ্জার অ্যাপ ইত্যাদি থেকে প্রতিষ্ঠানের বরিষ্ঠ আধিকারিক, রাজনৈতিক কার্যবাহক বা সাংবিধানিক পদাধিকারীদের নাম-ছবি সংগ্রহ করে অধস্তনদের প্রতারিত করে৷ তাদের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম-ছবি ব্যবহার করে হোয়াটস অ্যাপ ম্যাসেজ বা ই-মেল পাঠিয়ে বলে, “আমি এখন খুব জরুরি একটা সভায় রয়েছি৷ তাই ফোন করতে পারছি না, ফোন ধরতেও পারছি না৷ তাই আমার জন্য এই অ্যামাজন ই-গিফট কার্ডগুলি কিনে রাখো৷” কখনও আবার লিঙ্ক পাঠিয়ে টাকা পাঠানোর জন্যও বলে৷ ডিপিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ফোটোও লাগানো থাকে৷

ওই ধরনের ই-মেল বা ম্যাসেজে বিভ্রান্ত না হতে পরামর্শ দিয়েছে সিআইডি৷ তাদের কথায়, “টাকা পাঠানো বা কোনও কিছু কেনার জন্য লিঙ্কে ক্লিক করার আগে অফিসের সিনিয়রদের সঙ্গে কথা বলে একবার যাচাই করে নিন৷” কেউ এই ধরনের ইমেল বা ম্যাসেজ পেলে তদন্তের স্বার্থে স্ক্রিনশট নিয়ে রাখতে বলেছে সিআইডি৷ সঙ্গে জানিয়েছে, “হোয়াটস অ্যাপের রিপোর্ট অপশনে গিয়ে প্রেরকের নম্বরটি সরাসরি হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষকে জানিয়ে রাখুন, নতুবা স্ক্রিনশট পাঠিয়ে cybercrime.gov.in এ অভিযোগ জানান৷”

সম্প্রতি প্রতারকরা এই কৌশলে দিল্লিতে এক বরিষ্ঠ সাংবিধানিক পদাধিকারী, উত্তর-পূর্বের একজন মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব এবং বেশ কয়েকজন আইএএস, আইপিএস অফিসারের নাম ব্যবহার করে প্রতারণা করেছে বলে সিআইডি-র বার্তায় উল্লেখ করা হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker