Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে জাপানি এনকেলেফাইটিস প্রতিরোধী সচেতনতা
ওয়েটুবরাক, ১০ জুলাই : হাইলাকান্দি জেলা প্রশাসনের পশুপালন বিভাগ থেকে হাইলাকান্দি শহরে পশুদের মধ্যে জাপানি এনকেলেফাইটিস প্রতিরোধী সচেতনতা অভিযান শুরু হয়েছে। রবিবার শহরের ভিসিংছার পার্শ্ববর্তী নাগা কলোনিতে শূকর চাষীদের মধ্যে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা পশুপালন আধিকারিক জে এ তালুকদার সহ কয়েকজন ভেটেনারি ডাক্তার পশুদের মধ্যে যাতে এই রোগের প্রাদুর্ভাব না হয় সে ব্যাপারে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেবার পরামর্শ তুলে ধরেন। সচেতনতা সভার পরে জাপানি এনকেলেফাইটিস প্রতিরোধী কিটসও শূকর চাষীদের মধ্যে বন্টন করা হয়।