Barak UpdatesBreaking News
হাইলাকান্দিতে গ্রেফতার দুই রোহিঙ্গা, আটক দালাল2 Rohingiya’s arrested from Hailakandi
ধৃত রোহিঙ্গাদের নাম আব্দুল হালিম ও লুবেদা বেগম। মায়ানমারের কুঙ্কারপাড়ায় তাদের মূল বাড়ি। তারা জানায়, দালালের মাধ্যমে হাইলাকান্দি জেলার ধলছড়ায় পৌঁছায়। কাছাড়ের ওই দালালই নিকটাত্মীয় পরিচয় দিয়ে লালা থানাধীন ধলছড়ার হবিবুর রহমানের বাড়িতে তাদের জন্য ঘর ভাড়া নেয়। কিন্তু এরা বাংলা, হিন্দি কোনওটাই না বোঝায় হবিবুরবাবুর সন্দেহ হয়। তাদের চালচলনেও তার কাছে অস্বাভাবিক ঠেকে। এর পরই তিনি স্থানীয় পুলিশকে জানান। সোমবার দুপুরে পুলিশের জেরায় তারা নিজেদের মায়ানমারের রোহিঙ্গা বলে স্বীকার করে নেয়। পুলিশ জানিয়েছে, রোহিঙ্গাদের নিয়ে একটি দালালচক্র এই অঞ্চলে সক্রিয় রয়েছে। এরা নারী পাচারের মতো অপরাধেও জড়িত। ধৃত দালালের মাধ্যমে চক্রের অ্ন্যদের গ্রেফতার করা সম্ভব হবে বলে পুলিশ আশাবাদী।
কিন্তু ভাষা সমস্যার দরুন পুলিশ নিশ্চিত হতে পারছে না, এরা কোন পথে বরাক উপত্যকায় ঢুকেছে বা তাদের মধ্যে সম্পর্কটা কী। তবে তদন্ত অব্যাহত রয়েছে।