Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে কোভিড প্রতিষেধকের জন্য মোবাইলে মোবাইলে ম্যাসেজ পাঠাতে বললেন পরিমল
ওয়েটুবরাক, ৮ অক্টোবর: রাজ্যের পরিবেশ, বন, মৎস্য ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য হাইলাকান্দি জেলায় কোভিডে প্রাণ হারানো ৭ জনের নিকটাত্মীয়কে এক লক্ষ টাকা করে অর্থের চেক তুলে দিয়েছেন। শুক্রবার জেলাশাসকের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেকগুলি তুলে দেওয়া হয়। এরপর অভিভাবক মন্ত্রী শুক্লবৈদ্য জেলার উন্নয়নমুখী সব বিভাগীয় শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক রিভিউ মিটিঙে মিলিত হন। স্বাস্থ্য বিভাগ থেকে সভায় জানানো হয়, জেলার ৫ লক্ষ ৮ হাজার ২৫৯ জনকে কোভিড ভ্যাকসিন এর লক্ষ্যমাত্রায় এখন পর্যন্ত জেলায় ৪ লক্ষ ১১ হাজার ৬৩২ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ এখন পর্যন্ত ১ লক্ষ ১৯ হাজার ৬৫ জন পেয়েছেন। হাইলাকান্দি সিভিল হাসপাতালে ১৫ শয্যার আইসিইউ সহ ২০টি ভেন্টিলেটর চালু হয়েছে বলে সভায় উল্লেখ করা হয়।
মন্ত্রী শুক্লবৈদ্য দ্বিতীয় ডোজের জন্য মোবাইল ফোনে ম্যাসেজ পাঠানোর ব্যবস্থা চালু করার নির্দেশ দেন। পিএইচই বিভাগের উদ্যোগে নির্মাণ করা স্বচ্ছ ভারতের পাকা শৌচালয় গুলি জেলার সব নাগরিক পেয়েছেন কিনা সে সম্পর্কে পঞ্চায়েত সচিবদের মাধ্যমে রিপোর্ট আহবান করতে নির্দেশ দেন মন্ত্রী। পূর্ত বিভাগের কাজকর্ম খতিয়ে দেখার সময় জানানো হয়েছে ,ভাঙ্গাবাজার থেকে ধোয়ারবন্দ পর্যন্ত ভারতমালা প্রকল্পের অধীনে নির্মীয়মাণ পূর্ত সড়কে মাটিজুরিতে কাটাখাল নদীর উপর একটি সেতু নির্মাণ করা হবে। পাশাপাশি বর্তমান সেতুটিও দ্রুত মেরামত করার কাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন তিনি। মৎস্য উন্নয়ন বিভাগের জন্য জেলায় কমিউনিটি ট্যাংক নির্মাণ করতে প্রয়োজনীয় জমি দিতে বলেন প্রশাসনকে। সমাজ কল্যাণ বিভাগের সব অঙ্গনাদি কেন্দ্রগুলিতে পানীয়জল সংযোগ সুনিশ্চিত করার নির্দেশ দিয়ে ব্যক্তিগত বাড়িতে চালু থাকা অঙ্গনাদি কেন্দ্রগুলি অবিলম্বে নিকটবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয় সভায়।
জলজীবন মিশনের সংযোগী পাইপের অবস্থান দেখতে, বনজ সামগ্রীর অবৈধ পরিবহন এবং অবৈধ মদের ব্যবসায়ী ধরতে নিজের উদ্যোগে জেলায় আচমকা হানা দেবেন বলে সতর্ক করে দেন অভিভাবক মন্ত্রী৷ পাশাপাশি সরবরাহ, সমাজকল্যাণ ইত্যাদি বিভাগের বরাদ্দ করা সামগ্রী গুলির পরিমাণের প্রচার সব স্তরে করার জন্য পদক্ষেপ নিতেও বলেন। শুক্রবার এর রিভিউ মিটিংয়ে তিন বিধায়ক সুজাম উদ্দিন লস্কর, নিজাম উদ্দিন চৌধুরী, জাকির হোসেন লস্কর সহ জেলাশাসক রোহন কুমার ঝা, ডিডিসি রণজিৎ কুমার লস্কর এবং জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লা অংশ নেন।