Barak UpdatesHappeningsBreaking News

হাইলাকান্দিতে এনকাউন্টার, অভিযুক্ত ডাকাতের মৃত্যু

ওয়েটুবরাক, ২৭ মে : হাইলাকান্দিতে ফের এনকাউন্টারের ঘটনা ঘটল৷ গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন একজন৷

পুলিশ জানিয়েছে, বিন্নাকান্দিতে দুই পেট্রল পাম্প কর্মী অপহরণ ও মিজো যুবতীকে গণধর্ষণের ঘটনার তদন্তে নেমে দুইজনকে গ্রেফতার করা হয়৷ ধৃত দুজনকে জেরা করে অন্যদের ধরার জন্য কাছাড় পুলিশ হাইলাকান্দিতে যায়৷ সঙ্গে নেয় ধৃতদেরও৷

পুলিশের দাবি, কালীবাড়ি রোডে নেমেই তারা পুলিশের ওপর আক্রমণ করে, বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে৷ আত্মরক্ষায় তখন গুলি চালালে প্রাণ হারান অপহরণ-ধর্ষণে জড়িত বলে অভিযুক্ত আফজল হোসেন বড়ভুইয়া৷ তার বাড়ি উধারবন্দে৷ আফজল একজন কুখ্যাত ডাকাত বলেই জানান পুলিশকর্তারা৷

প্রসঙ্গত, শনিবার রাতে বিন্নাকান্দি পেট্রল পাম্পে কাজ সেরে বাড়ি ফিরছিলেন পাম্পকর্মী বিশাল চাষা৷ ছয়জন দুষ্কৃতী তার পথরোধ করে গাড়িতে তুলে নেয়৷ পাম্পে নিয়ে গিয়ে তাদের গাড়িতে তেল ঢোকাতে বলে৷ সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে, তিনি ইচ্ছা করলেও দিতে পারবেন না বলে জানান৷ সে কথায় সায় জানান পাম্পের নৈশপ্রহরী অজিত আলিও৷ দুষ্কৃতীরা দুজনকেই মারধর করে গাড়িতে তুলে নেয়৷  তাদের পেছনে ফেলে রেখেই দুষ্কৃতীরা রাতভর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়৷ সোনাই রোডে গিয়ে এক মিজো যুবতীকে ধরে এনে গণধর্ষণ করে৷ পরে ভোর হওয়ার ঠিক আগে  পাম্পকর্মীদের রামনগর-সোনাবাড়িঘাট বাইপাসে ফেলে দিয়ে দুষ্কৃতীরা চলে যায়৷ এক পথচারীর কাছ থেকে মোবাইল চেয়ে নিয়ে বিমল বাড়িতে ফোন করলে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন, পুলিশে এজাহার দেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker