India & World UpdatesHappeningsBreaking News
হঠাত করেই এক চোখের দৃষ্টিশক্তি হারালেন গায়িকা পরমা বন্দ্যোপাধ্যায়
২৫ জুন : হঠাত করেই এক চোখের দৃষ্টিশক্তি হারালেন গায়িকা পরম বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে পরমা জানান, তাঁর এক চোখের দৃষ্টি চলে গিয়েছে। চিকিত্সরাও চিন্তিত তাঁকে নিয়ে। করোনার ফল যে কতটা সুদূরপ্রসারী, সে কথাই এদিন আরও একবার সকলকে মনে করিয়ে দিয়েছেন পরমা। জানা যায়, গত সপ্তাহে পরমার আচমকাই জ্বর আসে। চিকিত্সকের পরামর্শ মতো সমস্ত পরীক্ষা করান তিনি। সেরকম কোনও সংক্রমণ ধরা পড়েনি। তারপর অ্যান্টি বায়োটিক সহ প্রয়োজনীয় ওষুধের কোর্স শেষ করেন গায়িকা।
গত শুক্রবার থেকে আচমকাই বিপত্তি। ঝাপসা হয়ে আসে বাঁ চোখ। রবিবারের মধ্যেই ৮০ শতাংশ দৃষ্টি চলে যায়। পরমা লেখেন, ‘কোনও উপসর্গ নেই। যন্ত্রণা নেই। চোখ থেকে জল পড়া নেই। অথচ বাঁ চোখের দৃষ্টি হারিয়ে ফেললাম। প্রথমদিকে ওই চোখটা একটু ভারী ভারী ঠেকছিল। আচমকাই আর দেখতে পাচ্ছি না’। কলকাতার অন্যতম রেটিনা সার্জন ডাঃ অভিজিত্ চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে আপাতত ভর্তি আছেন শহরের এক বেসরকারি আই হসপিটালে।
জানা গিয়েছে, ভিকেএইচ সিনড্রোম নামের এক অসুখে ভুগছেন তিনি। তবে এই অসুখের জেরে মূলত দৃষ্টিশক্তি হারিয়ে যায়। ইতিমধ্যে গায়িকা করোনা নিয়ে প্রতিটা মানুষকে সতর্ক করলেন। গায়িকার মন্তব্য, ‘আমার ডাক্তার বন্ধুকে এত চিন্তিত আগে কখনও দেখিনি। একাধিকবার আমাকে জিজ্ঞেস করেছেন যে, ‘কী করে বাঁধালে এই অসুখ?’ এরপর তড়িঘড়ি আমার চোখের অপারেশন হয়। চোখের মণি থেকে ফ্লুয়িড নিয়ে নানারকম টেস্ট করা হচ্ছে। আদৌ সেরে উঠব কিনা জানি না। আপনারা সাবধানে থাকুন এবং আমার জন্য প্রার্থনা করুন।’