Barak UpdatesHappeningsBreaking News
স্বাস্থ্য বিভাগের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রে বাংলা রাখার দাবি তুলল বরাক বঙ্গ
ওয়েটুবরাক, ১০ ফেব্রুয়ারি : রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রে ইংরেজি ও অসমিয়া ভাষার সঙ্গে বাংলা রাখারও দাবি তুলল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। সম্মেলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে এই দাবিতে চিঠি পাঠিয়েছেন। চিঠির প্রতিলিপি স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত এবং স্বাস্থ্য বিভাগের প্রধান সচিবকেও দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য বিভাগের সাম্প্রতিক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রে কেবল ইংরেজি এবং অসমিয়া রাখা হয়েছিল। ব্রাত্য ছিল বাংলা। তাই আগামী ১২ ফেব্রুয়ারির এই বিভাগের অনুষ্ঠেয় তৃতীয় শ্রেণীর নিয়োগ পরীক্ষায় বাংলা মাধ্যমে পড়াশোনা করা পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশ্নপত্রে বাংলাও সংযোজিত হোক। এ প্রসঙ্গে সংশোধিত আসাম ভাষা আইন অনুসারে বরাক উপত্যকার আঞ্চলিক সরকারি ভাষা যে বাংলা, সেটাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে । চিঠির প্রতিলিপি বরাক উপত্যকার বিধায়কদের কাছে পাঠিয়ে তাদেরও হস্তক্ষেপ চাওয়া হয়েছে। ইতিপূর্বে স্বাস্থ্য বিভাগের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রে বাংলা না থাকায় পরীক্ষার্থী এবং অভিভাবকদের তরফে অসন্তোষ ব্যক্ত করা হয়েছিল । ভবিষ্যতে যাতে এটা না হয় সেজন্যই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে বরাকবঙ্গ।