HappeningsBreaking News

স্বাস্থ্য কর্মসূচিতেই থাউজেন্ড সায়ন্তনস-এর বার্ষিক অনুষ্ঠান

১০ অক্টোবর: নানা কর্মসূচিতে বার্ষিক অনুষ্ঠান পালন করল ‘থাউজেন্ড সায়ন্তনস’৷ হৃদরোগে আক্রান্ত হয়ে ২৫ বছরের মেধাবী তরুণ সায়ন্তন চক্রবর্তীর প্রায় বিনা চিকিৎসায় মৃত্যু এবং এই অঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের দাবিতে থাউজেন্ড সায়ন্তনস-এর আত্মপ্রকাশ ঘটায় বার্ষিক অনুষ্ঠানে তারা স্বাস্থ্য কর্মসূচিতেই বিশেষ গুরুত্ব দেন৷

Rananuj

৮ তারিখে আয়োজিত হয় থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য রক্তদান শিবিরের৷ সহযোগিতা ও সমর্থনে ছিল মধ্যশহর সাংস্কৃতিক সংস্থা, জেলা প্রশাসন, সক্ষম এবং বরাক ভ্যালি থ্যালাসেমিয়া অ্যাসোসিয়েশন৷ মোট ২৯ ইউনিট রক্ত সংগ্রহ হয় এই শিবিরে৷ সন্ধ্যায় দুস্থ শিশুদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে ‘থাউজেন্ড সায়ন্তনস’৷ ৯ ও ১০ তারিখে হয় স্বাস্থ্য শিবির৷

চেন্নাই থেকে এসে রোগী দেখেন দুই বিখ্যাত গ্যাসট্রোএনটেরোলজিস্ট ও নিউরো-সার্জন৷ রেডক্রশ হাসপাতালে অনুষ্ঠিত এই শিবির পরিচালনায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় নেতাজি সুভাষচন্দ্র বসু ও রেডক্রশ হাসপাতাল৷ মোট ৭৩ জন রোগী দুইদিনে ডাক্তারদের সঙ্গে কথা বলেন, পরামর্শ গ্রহণ করেন৷ এ ছাড়া, শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে যে কার্ডিও চেক-আপ ক্যাম্প করেন ডা. রাকেশ গোপাল, সেখানেও থাউজেন্ড সায়ন্তনস-এর সদস্যরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker