Barak UpdatesHappeningsBreaking News

স্বামী জেলে, সুযোগ নিয়ে পাথারকান্দিতে গৃহবধূকে ডেকে ধর্ষণ

অভিযুক্তদের গ্রেফতার না করায় এসপির হস্তক্ষেপ দাবি

ওয়েটুবরাক, ১৭ জুলাইঃ স্বামী জেল হাজতে৷ তাঁর জামিনের জন্য ছুটোছুটি করছেন এক গৃহবধূ৷ আইনের মারপ্যাঁচ বোঝেন না৷ সঙ্গে রয়েছে অর্থসঙ্কট৷ এরই সুযোগ নিয়ে দুই দুষ্কৃতী তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ৷ নামধাম জানিয়ে পাথারকান্দি থানায় এজাহার দিলেও পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতারে আগ্রহ দেখাচ্ছে না বলে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে নালিশ জানিয়েছেন তিনি৷

Rananuj

এজাহারে মহিলা জানান, নিলামবাজার থানা এলাকার নান্দীবাড়ি-মরইগুলের বাসিন্দা আব্দুল নুরকে এক মামলায় হাজতে থাকতে হয়৷ তার স্ত্রী স্বামীর জামিন করাতে উকিলের বাড়িতে দৌড়ঝাঁপ করার সময় সেখানেই দেখা-কথা হয় পাথারকান্দি থানা এলাকার ধলছড়া জিপির সাতকরাগুলের বাসিন্দা রেহান উদ্দিনের সঙ্গে৷  তিনি আর্থিক সমস্যার দরুন একটি অ্যান্ড্রয়েড মোবাইল বিক্রয় করতে চান বলে তাকে জানান৷  রেহান উদ্দিন আট হাজার টাকায় দরদাম পাকা করে গত ১৭ জুন মোবাইল ফোনটি নিয়ে যায়৷  পরের দিন তার সাতকরাগুল গ্রামের বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলে৷ পরের দিন টাকা আনতে গেলে রেহান  তার বন্ধু এলন মিয়ার বাড়িতে টাকা রাখা আছে বলে তাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়৷

সেখানে আগে থেকেই ছিল এলন মিয়া৷ দুই জন মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ জানান ওই গৃহবধূ । স্বামী জামিন পাওয়ার পর সেই ঘটনা জানিয়ে রেহান উদ্দিন ও এলন মিয়াকে অভিযুক্ত করে পাথারকান্দি থানায় মামলা দায়ের করেছেন গৃহবধূ৷ পুলিশ মামলা নথিভুক্ত করে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করালেও অভিযুক্তদের গ্রেফতার করেনি ৷ তাই এই মামলায় পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন ধর্ষিতা গৃহবধূ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker