Barak UpdatesBreaking News
স্বাধীনতা দিবসে অম্বিকাপুর পূর্বপাড়া পুজো কমিটির রক্তপরীক্ষা শিবির
শতবর্ষের পুজোয় বর্ষব্যাপী আয়োজন
১২ আগস্ট : অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোড দুর্গাপূজার শত বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে একটি বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। বছরব্যাপী অনুষ্ঠানের অঙ্গ হিসেবেই এই আয়োজন করেছে অম্বিকাপুর পূর্বপাড়া ও হাসপাতাল রোড পুজো কমিটি।
এই শিবিরটি হবে হাসপাতাল রোড অম্বিকাপট্টি পয়েন্টে নির্ধারিত পুজোর স্থানেই। সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এই শিবির চলবে। এজন্য ১২ আগস্ট থেকে পুজো কমিটির অস্থায়ী কার্যালয়ে নাম নথিভুক্ত করা শুরু হয়েছে। এই শিবিরে রক্ত পরীক্ষার তালিকায় রয়েছে ব্লাড সুগার, ব্লাড গ্রুপিং, এলএফটি ও লিপিড প্রোফাইল, হেপাটাইটিস বি স্ক্রিনিং এবং হেপাটাইটিস বি অ্যান্টিবডি লেভেল টেস্ট।
প্রসঙ্গত, অম্বিকাপুর পূর্বপাড়ার পুজো এ বার শতবর্ষে। গত ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে বর্ষব্যাপী আয়োজন। প্রতি মাসেই পুজো কমিটির বিভিন্ন কর্মসূচি রয়েছে।
উনিশে মে-তে ১১ ভাষা শহিদদের স্মরণে অনুষ্ঠান করার পাশাপাশি ২১ জুলাই ভাষাশহিদ জগন-যিশুকে শ্রদ্ধা নিবেদন করে বেশ কয়েকজন দুঃস্থ পথচারীকে খিচুড়ি খাইয়েছেন পুজো কমিটির সদস্যরা। এ বার পুজোতে বিশেষ আকর্ষণও রয়েছে দর্শনার্থীদের জন্য।