NE UpdatesHappeningsBreaking News
স্বশাসনের কথায় আইটিএলএফ নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
ওয়েটুবরাক, ১৭ নভেম্বরঃ দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়ে স্বশাসন চালুর হুমকি দেওয়ায় মণিপুরের ইন্ডিজেনাস ট্রাইবাল লিডারস ফোরামের সাধারণ সম্পাদক মুয়াঙ তম্বিঙের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এজাহার দায়ের করল পুলিশ৷ মণিপুর সরকারের তরফে শিক্ষামন্ত্রী টিএইচ বসন্তকুমার সিংহ দুপুরেই বলেছিলেন, এই ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন, উদ্দেশ্যপ্রণোদিত। মূল লক্ষ্য, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে বিঘ্ন সৃষ্টি করা। তাই শাসক দলের বিধায়করা এক সভায় মিলিত হয়ে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারকে বলেছে।
গত বুধবার আইটিএলএফের সাধারণ সম্পাদক মুয়াঙ তম্বিঙ বলেছিলেন, মণিপুরের কুকি অধ্যুষিত অঞ্চলে পৃথক প্রশাসন চালুর দাবিতে গত ছয়মাসেও কোনও সাড়া মিলছে না। তাই তাঁরা আর দুই সপ্তাহ অপেক্ষা করবেন। এর পরও ফল না মিললে নিজেরাই ওই অঞ্চলে স্বশাসন চালু করবেন। কেন্দ্র তাদের অনুমোদন দিক বা না দিক, তারা স্বাস্থ্য, শিক্ষা সহ সমস্ত দফতর পৃথক ভাবে পরিচালনা করবেন।
মণিপুরের ৬০ বিধায়কের মধ্যে ১০ জন রয়েছেন কুকি অধ্যুষিত অঞ্চলে। তাদের মধ্যে ৮জনই বিজেপির। দুইজন আবার মন্ত্রীও। তাঁরা কেউই হিংসাত্মক ঘটনা শুরুর পর রাজধানীতে যাননি। কুকিদের জন্য স্বশাসনের দাবিতে গলা চড়াচ্ছেন তাঁরাও।
কো-অর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টেগ্রিটির তরফে মুয়াঙ তম্বিঙের বক্তব্যের বিরোধিতা করা হয়েছে। তাদেরও বক্তব্য, নতুন করে অশান্তি ডেকে আনতেই রাজ্যের বর্তমান পরিস্থিতিতে এই ধরনের কথা বলা হচ্ছে । মণিপুরে শান্তি ফিরে আসুক, তারা কোনওমতেই চায় না। বিদেশি অনুপ্রবেশর দরুনই এই হিংসা, কমিটি তাদের সেই অভিযোগ ফের উল্লেখ করে বলে, কেন্দ্র-রাজ্য সকলেই জানে এ কথা। এমনকি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও স্পষ্ট করে তা বলে দিয়েছেন।