Barak UpdatesHappeningsBreaking News
স্থানীয় জনগণের আর্থিক আনুকূল্যে মালুগ্রামে সংযোগ পথের উদ্বোধন
ওয়ে টু বরাক, ১ সেপ্টেম্বর : ইচ্ছে থাকলে সাধারণ মানুষ সমষ্টিগতভাবে সমাজের জন্য অনেক কিছুই করতে পারেন। যদিও অনেক সময়ই আমরা সেই সব কাজ সিদ্ধির জন্য নেতা বা মন্ত্রীদের আনুকূল্যের অপেক্ষায় থাকি। তবে তা থেকে এবারে একটু অন্য পথে হাঁটলেন বৃহত্তর মালুগ্রামের বাসিন্দারা।
শিলচর মালুগ্রাম অঞ্চলের ডাইভারসন রোড (রহমান বাড়ি রোড) এবং ১ নম্বর লেনের সংযোগকারী ঢালু অংশটির আনুষ্ঠানিক উদ্বোধন হলো রবিবার। এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং আর্থিক সহায়তায় নির্মিত অংশটি প্রবীণ নাগরিকেরা সবাই মিলে ফিতে কেটে জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দিলেন আনুষ্ঠানিকভাবে। তারপরই ফলক উন্মোচন করেন এই অঞ্চলের প্রবীণ নাগরিক অমরেন্দ্র কুমার দেব। রবিবার সকালে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ডাইভারসন রোডে।
দেবশ্রী দত্ত পরিবেশন করেন উদ্বোধনী সংগীত। বিশিষ্ট লেখক তথা প্রাক্তন শিক্ষিকা জয়া দেবের পৌরোহিত্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অন্যতম উদ্যোক্তা দেবাংশু সেনগুপ্ত। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অমরেন্দ্র কুমার দেব, বিশিষ্ট আইনজীবী গৌতম রায় চৌধুরী ও পরিতোষ ধর। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী প্রবাল পাল চৌধুরী ও বিশিষ্ট নাগরিক ইকবাল রহমান বড়লস্কর।
সভানেত্রীর ভাষণে জয়া দেব এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সেইসঙ্গে এর উপযুক্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব এলাকাবাসীকেই গ্রহণ করার জন্য আহ্বান জানান তিনি । এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সঞ্জীব শিকদার, ক্রীড়া সংগঠক অরিজিৎ গুপ্ত, সমাজসেবী বাসুদেব শর্মা, বিশিষ্ট শিক্ষক তথা ক্রীড়া ব্যক্তিত্ব অতনু চৌধুরী, সংস্কৃতি কর্মী গোরা চক্রবর্তী, বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জু দে।
এছাড়াও উপস্থিত ছিলেন এই অঞ্চলের বিশিষ্ট নাগরিক বিশ্বজিৎ দত্ত, বিনোদ সিং, কালু মিয়া লস্কর, আওর উদ্দিন লস্কর, বি এল দে, শুক্লা দাশগুপ্ত, শশাঙ্ক রায়, আবিদ হুসেন লস্কর, সুশান্ত গুপ্ত, অভিজিৎ দাম, অরিন্দম ভট্টাচার্য, নারায়ণ দেব, ঝুমা সেনগুপ্ত, পামেলিয়া চন্দ, নন্দন দেব, সিদ্ধার্থ দাশগুপ্ত, মণি জায়গীরদার, মঙ্গলা ভট্টাচার্য, মানিক চক্রবর্তী, নানক চৌধুরী ও শ্যামসুন্দর দত্ত পুরকায়স্থ প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনির্বাণ জ্যোতি গুপ্ত।