Barak UpdatesHappeningsBreaking News
সোমবার শিলচরে চারটি কেন্দ্রে ভ্যাকসিন
ওয়েটুবরাক, ১ আগস্ট : আগামীকাল সোমবার শিলচর শহরের চারটি কেন্দ্রে কোভিশিল্ড দেওয়া হবে । নাজিরপট্টি মডেল স্কুলে স্লট বুকিংয়ের মাধ্যমে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ ৩০০টি দেওয়া হবে । এখানে অন-স্পট রেজিস্ট্রেশনে কোনও ধরনের ভ্যাকসিন দেওয়া হবে না ।
অম্বিকাপট্টির দুর্গাশংকর পাঠশালায় স্লট বুকিংঙে প্রথম ও দ্বিতীয় ডোজ ১০০টি করে এবং অন-স্পট রেজিস্ট্রেশনে প্রথম ও দ্বিতীয় ডোজ আরও ১০০টি করে মোট ৪০০টি ভ্যাকসিন দেওয়া হবে।
সিনিয়র সিটিজেনদের জন্য শহরের গভর্নমেন্ট গার্লস হাইয়ার সেকেন্ডারি স্কুলে অন-স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় ডোজ কোভিশিল্ড ২০০টি করে মোট ৪০০টি ভ্যাকসিন দেওয়া হবে । এখানে স্লট বুকিংয়ের মাধ্যমে কোভিশিল্ড দেওয়া হবে না। এছাড়া, শিলচর কনকপুর রোডের তারিণী মোহন এলপি স্কুলে স্লট বুকিংঙে প্রথম ও দ্বিতীয় ডোজ১০০টি করে এবং অন-স্পট রেজিস্ট্রেশনে প্রথম ও দ্বিতীয় ডোজ আরও ১০০টি করে মোট ৪০০টি ভ্যাকসিন দেওয়া হবে।