NE UpdatesAnalyticsBreaking News
সোমবার থেকে নয়া ভবনে আসাম বিধানসভার শরত অধিবেশন
গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর : সোমবার অর্থাৎ আগামীকাল থেকে আসাম বিধানসভার পাঁচদিনের শরৎকালীন অধিবেশন শুরু হচ্ছে। এবার অধিবেশন বসবে নতুন ভবনে। ১১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে অধিবেশন। কার্যসূচি অনুযায়ী ১১ সেপ্টেম্বর প্রথম দিন ২০২৩-২৪ বর্ষের পরিপূরক মঞ্জুরি গ্রান্ট উত্থাপন করা হবে। ১৩ সেপ্টেম্বর পরিপূরক গ্রান্টের বিষয়ে মঞ্জুরী ভোটিং অনুষ্ঠিত হবে। ১৪ সেপ্টেম্বর বেশ কয়েকটি সরকারি বিল উত্থাপন করা হবে। এই বিলগুলোর মধ্যে পঞ্চায়েত আইন ১৯৯৪ সংশোধনী বিলটিও থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে বিধানসভার পাঁচ দিনের শরৎকালীন অধিবেশন ঘিরে সাজিয়ে তোলা হয়েছে নতুন ভবনটি। গত ৩০ জুলাই স্থায়ী ঠিকানা লাভ করেছিল আসাম বিধানসভা। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন আসাম বিধানসভার নতুন ভবনটি।