Barak UpdatesHappeningsBreaking News
সোনাবাড়িঘাট জিপি সভাপতি পদে উপনির্বাচন ২৮ সেপ্টেম্বর, চলছে ভোটকর্মী প্রশিক্ষণ
ওয়েটুবরাক, ১৪ সেপ্টেম্বর : গৌহাটি হাইকোর্টের নির্দেশে আগামী ২৮ সেপ্টেম্বর উত্তর সোনাই জেলা পরিষদের অন্তর্গত ৯ নম্বর সোনাবাড়িঘাট গাঁও পঞ্চায়েতের সভাপতি পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। মোট ভোটার ৭ হাজার ৬২২ জন। ১০টি ভোট গ্রহণকেন্দ্রে ভোট নেওয়া হবে। গণনা ৩০ সেপ্টেম্বর।
দশটি কেন্দ্রে ভোটগ্রহণের জন্য ৫৩ জন ভোটকর্মী নিয়োগ করা হয়েছে। শিলচর সরকারি বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে তিন পর্যায়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ পরিচালনার জন্য চারজন মাস্টার ট্রেনার নিয়োগ করা হয়েছে৷ তাঁরা হলেন এলআইসির ডেভলপমেন্ট অফিসার এস বি দত্তচৌধুরী, উধারবন্দ জগন্নাথ সিং কলেজের শিক্ষক ড. গঙ্গেশ ভট্টাচার্য ও শিলচর পলিটেকনিকের দুই শিক্ষক সাগরময় দাস ও ড. সৌমিত্র নাথ।
ভোটকর্মীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ মঙ্গলবার আয়োজিত হয়। দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ ১৯ সেপ্টেম্বর এবং সবশেষে ২২ সেপ্টেম্বর। এই উপনির্বাচনের জন্য ভোট কর্মীদের প্রশিক্ষণ, ভোট সামগ্রী বিতরণ, স্ট্রংরুম, ভোট গণনা কেন্দ্র সবই হচ্ছে শিলচর সরকারি বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে।