NE UpdatesBarak Updates

সোনাবাড়িঘাটের শিবিরে মঙ্গলবার কাছাড়, পরদিন করিমগঞ্জ-হাইলাকান্দির প্রতিবন্ধীরা

৩০ আগস্টঃ ভারত সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকোমোটর ডিসেবিলিটি (এনআইএলডি)-র উদ্যোগে এবং সক্ষমের ব্যবস্থাপনায় প্রতিবন্ধী শনাক্ত শিবিরের আয়োজন করা হয়েছে। আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর সোনাবাড়িঘাট মইনুল হক চৌধুরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এই শিবির অনুষ্ঠিত হবে। বৃহত্তর পরিসরে করা হলেও কোথাও যেন ত্রুটি না হয়, সে-দিকে সতর্ক দৃষ্টি রেখে জোরকদমে প্রস্তুতি চলছে। নানা ধরনের সাহায্য-সহযোগিতা নিয়ে যুক্ত হয়েছে জেলা প্রশাসন। বিশেষভাবে জড়িয়ে রয়েছেন বিধানসভার উপাধ্যক্ষ তথা সোনাইর বিধায়ক আমিনুল হক লস্করও।

শুধু বরাক উপত্যকা বা দক্ষিণ অসমই নয়, তারা ডেকে আনছেন পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের কলাশিব এবং ত্রিপুরার ধর্মনগরের প্রতিবন্ধীদেরও। সক্ষমের প্রধান কর্মকর্তা মিঠুন রায় জানিয়েছেন, প্রথমদিনে অর্থাত মঙ্গলবার কাছাড়, ডিমা হাসাও ও কলাশিবের প্রতিবন্ধীদের শনাক্ত করা হবে। পরদিন করিমগঞ্জ, হাইলাকান্দি, ধর্মনগর এবং অন্যান্য স্থানের প্রতিবন্ধীদের দেখা হবে।

এই শনাক্তকরণের পরই মনোনীতদের শ্রবণযন্ত্র, হুইলচেয়ার, কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ, স্মার্ট ফোন, টিএলএম কিট ইত্যাদি প্রদান করা হবে। এমনকী, যারা হাত-পায়ের পাতা নিয়ে সমস্যায় রয়েছেন, এআইডিপি প্রকল্পে তাঁদের অস্ত্রোপচারেরও ব্যবস্থা হতে পারে।  শ্রবণ-প্রতিবন্ধীদেরও প্রয়োজনে একই প্রকল্পে অস্ত্রোপচার করানো যেতে পারে।

মিঠুনবাবু জানিয়েছেন, শনাক্তকরণ শিবিরে নাম নথিভুক্তির জন্য দুই কপি ফোটো (অক্ষমতা দেখানো), রেসিডেন্ট সার্টিফিকেট (ভোটার আই কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড), প্রতিবন্ধী সার্টিফিকেটের ফোটোকপি, ইনকাম সার্টিফিকেট (এমএলএ, এমপি, জিপি সভাপতি, পুরসভার সভাপতি, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক, বিডিও-র মধ্য থেকে কারও স্বাক্ষরিত) নিয়ে যেতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker