NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

সোনাপুরে রাস্তা খুললেও ভরসা নেই, সতর্কতা

ওয়েটুবরাক, ১৯ জুন: সারাদিনের কসরতের পর রবিবার সন্ধ্যায় সোনাপুরের রাস্তা ফের খুলেছে৷ বিশেষ করে ছোট গাড়িগুলিকে ধসস্থল পার করানো হয়েছে৷ এতে আটকে পড়া যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে৷ কিন্তু এই পথ কতক্ষণ খোলা রাখা যাবে, এ নিয়ে সংশয়ে সবাই৷ মেঘালয় সরকার জরুরি প্রয়োজন ছাড়া এই সড়ক এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে৷ সঙ্গে পর্যাপ্ত খাবার ও পানীয় জল রাখতে বলে দিয়েছে৷ কারণ কিছুদিন ধরেই এই সড়ক খোলা হলেও ফের জল-মাটি-কাদার স্রোতের বন্ধ হয়ে যাচ্ছে৷ এর দরুন সোনাপুর সুড়ঙ্গের দুই দিকে প্রচুর গাড়ি আটকে রয়েছে৷ বরাক উপত্যকা, ত্রিপুরা ও মিজোরাম সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে৷

সোনাপুরে রাস্তা বন্ধের দরুন এই বৃহত্তর অঞ্চলে পণ্যসঙ্কট দেখা দিয়েছে৷ জিনিসপত্রের দাম বাড়ছে হুহু করে৷ অভিযোগ, এর মূল কারণ কালোবাজারি এবং একাংশ ব্যবসায়ীর অসদাচরণ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker