Barak UpdatesHappeningsBreaking News

সোনাইর দক্ষিণ মোহনপুরে নৌকোডুবি, দুইজনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ চার

ওয়েটুবরাক, ৩ জুনঃ ত্রাণসামগ্রী সংগ্রহের জন্য বেরিয়ে নৌকাডুবিতে প্রাণ হারালেন দুইজন৷ তাদের মধ্যে তেরো বছরের এক কিশোরও রয়েছে৷ ঘটনা সোমবার দুপুরে, কাছাড় জেলার সোনাই পূর্বাঞ্চলের মধুরবন্দি গ্রামে৷ বন্যার জলে নৌকা ডুবে যাওয়ায় চারজন এখনও সন্ধানহীন৷

Rananuj

রেমালের প্রভাবে এক সপ্তাহ ধরে দক্ষিণ মোহনপুর এলাকা প্লাবিত৷ জরুরি প্রয়োজনে এলাকাবাসী নৌকো নিয়েই চলাচল করেন৷ সোমবার দুপুরে ত্রাণসামগ্রী সংগ্রহের জন্য রওয়ানা হয়েছিলেন মধুরবন্ধী গ্রামের দশজন৷ পুলিশ জানিয়েছে, মাঝপথে ঝড়বৃষ্টির মুখে পড়ে নিয়ন্ত্রণ হারায় নৌকো৷ উল্টে যেতেই একজন সাঁতরে উঁচুস্থানে গিয়ে ওঠেন৷ তিনজন একটি বৈদ্যুতিক খুঁটি ধরে প্রাণ বাঁচান৷ অন্য নৌকো নিয়ে গিয়ে গ্রামবাসীরা তাঁদের উদ্ধার করেন৷ তাঁরা বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজে চিকিতসাধীন৷

স্পিডবোট নিয়ে তল্লাশি চালিয়ে দুর্যোগ মোকাবিলা বাহিনী দুইজনের মৃতদেহ খুঁজে পায়৷ প্রথমে মনোয়ার আহমেদ নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার হয়৷ সন্ধ্যায় পাওয়া যায় আরও একজনের দেহ৷ বাকিদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে৷ এ বারের রেমাল-বানে কাছাড় জেলায় মোট ছয়জন প্রাণ হারান৷ এ ছাড়া, ১৭৪ গ্রামের লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত৷ তাঁদের মধ্যে ২২ হাজার মানুষ ত্রাণশিবিরে রয়েছেন৷ জেলা প্রশাসনের তরফে তাদের জন্য ১০৯টি শিবির খোলা হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker