Barak UpdatesHappeningsBreaking News
সৈদপুরে লরির ধাক্কায় তৃতীয় শ্রেণির ছাত্রী হত
ওয়ে টু বরাক, ১৩ এপ্রিল ঃ সৈদপুরে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তৃতীয় শ্রেণির এক ছাত্রী। স্কুল থেকে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় প্রাণ হারাল আট বছরের শিশুকন্যা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোনাইর সৈদপুর চতুর্থ খণ্ডে। ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ জনগণ।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, বুধবার ৭৮২ নম্বর সৈদপুর এলপি স্কুলের তৃতীয় শ্রেণির পড়ুয়া আবিদা বেগম লস্কর স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় একটি লরি দ্রুতবেগে এসে সজোরে ধাক্কা দেয় তাঁকে। এতে গুরুতর আহত হয় শিশুকন্যাটি। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এলাকার মানুষ জানিয়েছেন, আবিদা বেগম এলাকার হতদরিদ্র দিনমজুর রফিকুল আলম লস্করের দ্বিতীয় কন্যা।
এ দিকে ক্ষুব্ধ জনগণ এই ঘটনার পরিপ্রেক্ষিতে সড়ক অবরোধ শুরু করেন। খবর পেয়ে ছুটে আসে রাঙ্গিরখাড়ি পুলিশ। জেলা প্রশাসনের তরফে ছুটে আসেন এডিসি কিষান চরই। তিনি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পরে সড়ক অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। অন্যদিকে এ দিন সন্ধ্যায় মেডিক্যালে মৃত্যু হয় শিশুটির। এ খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।