Barak UpdatesHappeningsBreaking News
সেলফ অ্যাসেসমেন্ট স্থগিত ঘোষণায় মঙ্গলবারের ধর্নাও স্থগিত
ওয়েটুবরাক, ১২ সেপ্টেম্বর : আসাম সরকারের ‘হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স’ বিভাগের ‘মিউনিসিপাল রিফর্ম সেল’ থেকে জারি করা (ডি এম এ/ ১৬২/ ২০২২/ ৭২ নং) চিঠিতে শিলচর পুরসভা কর্তৃক সেলফ অ্যাসেসমেন্ট প্রক্রিয়া পুরবোর্ড বা নিগম গঠিত না হওয়া পর্যন্ত স্থগিত রাখার ঘোষণার পেক্ষিতে ও কাছাড় জেলা প্রশাসনের অনুরোধে শিলচর নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ মঙ্গলবারের ধর্না কার্যসূচি সাময়িক ভাবে স্থগিত রেখেছে।
মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শিলচর পুরসভার পক্ষ থেকে অস্বাভাবিক হারে পুরকর বৃদ্ধির চক্রান্ত স্বরূপ সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম পূরণ করে প্রদানের নির্দেশ জারি করা হয়েছিল৷ তারই প্রতিবাদে শিলচর নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে জনগণকে ফর্ম জমা না দিতে আহ্বান জানানো হয়েছিল৷ তাতে সাড়া দিয়ে শহরের ৯৫ শতাংশ জনগণ ফর্ম জমা দেওয়া থেকে বিরত থাকেন। ফলে আসাম সরকার জনগণের রায় মেনে নিতে বাধ্য হয়।
শিলচর পুরসভার ২৬ হাজারের অধিক হোল্ডিঙের মালিক যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে গণ আন্দোলনকে শক্তিশালী করেছেন এতে শিলচর নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ সবাইকে সংগ্রামী অভিনন্দন জানায়। পরবর্তীতে জনগণের সঙ্গে আলোচনা না করে কোনও ধরনের কর বৃদ্ধির চক্রান্ত হলে সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানিয়ে দিয়েছেন সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য৷