Barak UpdatesHappenings
সুশিক্ষা-সচেতনতার বার্তা দিয়ে কাছাড়ের লাবক চা বাগানে স্বাস্থ্য-পুষ্টি মেলাVibrant celebration of health & nutrition in Cachar; Nutrition Mela in Laboc
ওয়ে টু বরাক, ২৩ ডিসেম্বর : কাছাড়ের লাবক চা বাগানের দশমী ঘাটে শনিবার সচেতনতার পাশাপাশি এক উৎসবমুখর স্বাস্থ্য ও পুষ্টি মেলার আয়োজন করা হয়। কাছাড়ের জেলা সমাজকল্যাণ আধিকারিক (ডিএসডব্লিউও) দপ্তরের তত্ত্বাবধানে এবং রাজাবাজার আইসিডিএস প্রকল্পের সহায়তায় আয়োজিত এই মেলা পোষণ অভিযান, বেটি বাঁচাও বেটি পড়াও এবং বিভিন্ন স্বাস্থ্য সংস্থার সমন্বয়ে পরিচালিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী আয়ুক্ত তথা ভারপ্রাপ্ত জেলা সমাজকল্যাণ আধিকারিক অঞ্জলি কুমারী। তিনি তাঁর ভাষণে বলেন, “স্বাস্থ্য সচেতনতা এবং পুষ্টির গুরুত্ব সম্পর্কে মানুষকে জানাতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। সুস্থ সমাজ গঠনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই মেলা শুধু পুষ্টি নয়, শিক্ষা এবং নারীর ক্ষমতায়নের মতো বিষয়েও সচেতনতা বৃদ্ধি করবে।”
স্বাস্থ্য ও পুষ্টি মেলার মূল আকর্ষণগুলির মধ্যে ছিল বিশেষ টি-৩ ক্যাম্প এবং মোবাইল মেডিক্যাল ইউনিট (এমএমইউ), যা প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি অপুষ্টি শনাক্তকরণ এবং পরামর্শ প্রদান করে। এ ছাড়াও, কিশোরী সেবিকা গট ক্যাম্পের আয়োজন এবং পথনাটিকার মাধ্যমে কিশোরীদের ক্ষমতায়নের বার্তা পৌঁছে দেওয়া হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ক্যাম্প, যা কিশোরীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে সাহায্য করে।
এই মেলায় আয়োজন করা হয়েছিল “হেলদি চাইল্ড অ্যাওয়ার্ড” প্রদান অনুষ্ঠানের। এতে বিভিন্ন বয়স বিভাগে (০-৬ মাস, ৬ মাস-৩ বছর, এবং ৩-৬ বছর) পুষ্টিকর শিশুদের পুরস্কৃত করা হয়। এছাড়া এমএমইউ হেলথ টিমের পরিচালনায় আয়রন স্ক্রিনিং ক্যাম্পে পাঁচজন কিশোরীকে তাদের উচ্চ হিমোগ্লোবিনের জন্য “মিস হিমোগ্লোবিন” উপাধিতে সম্মানিত করা হয়।
রেসিপি প্রদর্শনী ছিল আরেকটি বড় আকর্ষণ, যেখানে পরিবারের সদস্যদের পুষ্টিকর এবং সাশ্রয়ী মূল্যের খাবার তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। এই উদ্যোগগুলি মেলাকে শুধু একটি অনুষ্ঠান হিসেবে নয়, বরং একটি কার্যকর শিক্ষামূলক প্ল্যাটফর্মে পরিণত করে।
Way2barak, December 23 : On Saturday, the picturesque Dashami Ghat at Laboc Tea Estate came alive with the vibrant Health and Nutrition Mela, a significant initiative organised by the Office of the District Social Welfare Officer (DSWO), Cachar. The event held under the auspices of the Rajabazar ICDS Project in collaboration with Poshan Abhiyaan, Beti Bachao Beti Padhao, and various health teams, brought together the community to celebrate and promote health, nutrition, and education for women and children.
The programme was inaugurated by the District Social Welfare Officer In-Charge, Anjali Kumari, who emphasized the vital role of such initiatives in fostering awareness and building healthier communities. The event featured a variety of engaging and impactful activities that catered to the needs of attendees. A special T3 camp and a Mobile Medical Unit (MMU) were set up to provide essential medical services, while growth monitoring and RBSK screening camps focused on detecting Severe Acute Malnutrition (SAM) and facilitating necessary health referrals.
The Mela also hosted a Menstrual Hygiene Management Camp, underscoring the importance of menstrual health for adolescent girls, along with a PMMVY Registration Camp aimed at spreading awareness about maternal and child benefits. The Kishori Sevika Got Camp further added to the educational aspect of the event, while a lively street play highlighted the themes of nutrition and the empowerment of girls under the Beti Bachao Beti Padhao campaign.
A standout feature of the Mela was the Healthy Child Award, introduced to motivate families to adopt better nutritional practices. Awards were presented in three age categories: 0-6 months, 6 months-3 years, and 3-6 years. This initiative aimed to foster a sense of competition while promoting the importance of balanced nutrition for children.
An on-site Anaemia Detection Camp conducted by the MMU Health Team offered vital diagnostic services, while five adolescent girls with the highest haemoglobin levels were honoured with the prestigious title of Miss Haemoglobin, recognizing their commitment to good health.
The Mela also featured a recipe demonstration, encouraging families to adopt healthy and affordable cooking practices. Through these diverse activities, the event highlighted the significance of health and nutrition as the cornerstone of a prosperous society.