Barak UpdatesHappeningsBreaking News
সুশান্ত পালের মৃত্যুতে বরাক বঙ্গের শোক

ওয়েটুবরাক, ৯ ফেব্রুয়ারি: বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উধারবন্দ আঞ্চলিক সমিতির প্রাক্তন সভাপতি সুশান্ত পালের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করল সংগঠনের কাছাড় জেলা সমিতি। রবিবার উধারবন্দ স্থিত বাসভবনে গিয়ে তাঁর ভ্রাতা প্রশান্ত পালের হাতে জেলা সমিতির শ্রদ্ধাস্মারক তুলে দেওয়া হয়। জেলা সমিতির সহসভাপতি ডব্লিউ ব্রজেশ্বর সিংহ, সম্পাদক উত্তম কুমার সাহা, শিলচর আঞ্চলিক সমিতির সম্পাদক সুশান্ত সেন, উধারবন্দ আঞ্চলিক সমিতির সভাপতি ভাস্কর দাস, সম্পাদক নীহার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।