NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

সুপারি সিন্ডিকেট : কাছাড়ের ১০ ওসি-আইসিকে ডেকে পাঠাল পুলিশের সদর দফতরে

ওয়েটুবরাক, ৩১ জানুয়ারি : সুপারি সিন্ডিকেটে পুলিশের কিছু নীচুতলার অফিসার জড়িত রয়েছে৷ সংবাদ মাধ্যম, আম জনতার পর আজ সোমবার এই অভিযোগ করলেন খোদ পুলিশের বড় কর্তারা৷ ডেকে পাঠিয়েছেন কাছাড় জেলার দশ ওসি-আইসিকে৷ তাঁদের এলাকার ওপর দিয়েই লরি লরি বার্মিজ সুপারি নথিপত্র ছাড়া চলাচল করে৷ পুলিশকর্তাদের অভিযোগ, নীচুতলার অফিসারদের যোগসাজস ছাড়া এটা একেবারে অসম্ভব৷ তাই তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে, কে কতটা জড়িত৷ ওই হিসাবেই প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তাঁরা৷

যারা এ দিন উলুবাড়ির সদর দফতরে গিয়ে হাজির হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন ধলাইর ওসি, রাঙ্গিরখাড়ি, তারাপুর, ভাঙ্গারপার, গুমড়া, ঘুংঘুর, ন্যাশনাল হাইওয়ে, অরুণাচল, বিহাড়া ও পালংঘাটের আইসি৷ পুলিশকর্তারা জানিয়েছেন, নানা টেকনিক্যাল পদ্ধতির প্রয়োগে দোষীদের চিহ্নিত করার কাজ চলছে৷ তদন্ত প্রতিবেদনে সব উঠে আসবে৷

এ দিকে, সোমবার বার্মিজ সুপারি সিন্ডিকেটের কিংপিন বলে পরিচিত বিদ্যুৎ সিনহাকে গুয়াহাটিতে গ্রেফতার করেছে পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ চলছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker