India & World UpdatesHappeningsBreaking News
সুনন্দা মামলা থেকে শশী থারুরকে রেহাই
ওয়েটুবরাক, ১৯ অগস্ট : অবশেষে নিষ্কৃতি পেলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। ২০১৪ সালে মৃত্যু হয় তাঁর স্ত্রী তথা ব্যবসায়ী সুনন্দা পুষ্করের। সেই রহস্যমৃত্যুতে শশী থারুরের বিরুদ্ধেই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে। সেই মামলার থেকে বুধবার নিস্তার পেলেন কংগ্রেস নেতা।
২০১৪ সালের ১৭ জানুয়ারি হোটেলের ঘর থেকে ৫১ বছরের সুনন্দার দেহ উদ্ধারের পর, মেডিক্যাল রিপোর্টে সুনন্দার শরীরে মাদকের উপস্থিতির কথা জানা গিয়েছিল। খুনের ষড়যন্ত্রের বিষয়টি উঠে এলেও, আত্মহত্যা ধরে নিয়েই মামলা দায়ের করেছিল পুলিশ। শশী থারুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ (পারিবারিক হিংসা) এবং ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা) ধারায় অভিযোগ আনা হয়েছিল। এই অভিযোগগুলি থেকেই বুধবার মুক্ত হলেন তিনি।