Barak UpdatesHappeningsBreaking News
সুদর্শন গুপ্তের মৃত্যুবার্ষিকী, এক বছরেও পরিবারের জন্য পেনশন মঞ্জুর না হওয়ায় আক্ষেপ
ওয়েটুবরাক, ১৪ জানুয়ারিঃ শিলচর শহরের মধ্যসহর সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে ওয়েটুবরাক পরিবারের উদ্যোগে রবিবার রাধামাধব কলেজের ইতিহাস বিভাগের প্রয়াত প্রধান অধ্যাপক, বিশিষ্ট সমাজদরদী, সাংবাদিক, সংগঠক সুদর্শন গুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয় এক স্মৃতিচারণ সভা। উক্ত অনুষ্ঠানে শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায়, রাধামাধব কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. অরুণাভ ভট্টাচার্য, কাছাড় কলেজের সহযোগী অধ্যাপক ড. জয়দীপ বিশ্বাস, বার্তালিপির সম্পাদক অরিজিৎ আদিত্য, প্রাক্তন পুরপ্রধান তমাল কান্তি বণিক, কলেজ শিক্ষক আন্দোলনের চার নেতা সন্তোষ চক্রবর্তী, হেমন্ত বরা, চন্দন পালচৌধুরী ও ড. অপ্রতিম নাগ তাঁদের বক্তব্যে প্রয়াত সুদর্শন গুপ্তের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন । ওয়েটুবরাক কর্মকর্তা আশিস ভট্টাচার্য প্রারম্ভিক বক্তব্য রাখেন৷ বক্তারা সবাই এক বছরেও সুদর্শন গুপ্তের পরিবারের জন্য পেনশন মঞ্জুর না হওয়ার ঘটনায় আক্ষেপ ব্যক্ত করেন৷ সাংসদ রায় বলেন, বিষয়টি তিনি জানতেন না৷ এখন যখন জানতে পেরেছেন, কোথায় ফাইল আটকে রয়েছে, তা বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন৷ তিনি সুদর্শনের নামে মর্যাদাসম্পন্ন একটি পুরস্কার চালুর জন্য রাধামাধব কলেজ কর্তৃপক্ষের উদ্দেশে প্রস্তাব রাখেন৷
ইয়াসি সভাপতি সঞ্জীব রায় ঘোষণা করেন, তাঁরা প্রয়াত কলেজশিক্ষকের নামে বার্ষিক মেধা পরীক্ষার আয়োজন করবেন৷
শুরুতেই প্রয়াত সুদর্শন গুপ্তের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্জ্বলন করেন সুদর্শনপত্নী মৌমিতা গুপ্ত৷ পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে সুদর্শনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত ব্যক্তিবর্গ।
বিভিন্ন সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত পল্লবিতা শর্মা বলেন, এক বছরেও এমন মানুষটির পরিবারে পেনশন পৌঁছয়নি জেনে নিজেকে বড় লজ্জিত বোধ করছি৷ এই সমাজের কি কোনও দায়বোধ নেই, প্রশ্ন তোলেন জয়দীপ চক্রবর্তী ও গৌতম গোস্বামী৷ তাঁর দুই ছাত্র অরিন্দম গুপ্ত ও তমাল চক্রবর্তী শিক্ষক সুদর্শনের নানা স্মৃতিকথা তুলে ধরেন৷ স্মৃতিচারণ করেন সমরবিজয় চক্রবর্তী, বিক্রমজিৎ কর, দেবাশিস সোম, ইন্দ্রাণী সাহাও৷
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুদ্রনারায়ণ গুপ্ত, গৌতম প্রসাদ দত্ত, অরিন্দম দেব, আইনজীবী জয়দীপ বিশ্বাস, অজয় রায়, শৈবাল গুপ্ত, অরিজিৎ সিনহা, দেবযানী চৌধুরী, ভাস্কর দাস, প্রণবানন্দ দাস, বিশ্বরাজ ভট্টাচার্য, দ্বিজেন্দ্রলাল দাস, অভিজিৎ ভট্টাচার্য, সন্দীপন দত্ত পুরকায়স্থ, বিশ্বনাথ হাজাম প্রমুখ৷