Barak UpdatesAnalyticsBreaking News
দোকানে দুজনের বেশি দাঁড়ানো যাবে না, নির্দেশ কাছাড়ে
২০ মার্চ : জেলায় ভাইরাসের বিস্তার ও প্রাণহানি রোধে তাৎক্ষনিকভাবে প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে জেলা ম্যাজিস্ট্রেট বর্ণালি শর্মা কাছাড় জেলায় ১৪৪ ধারা জারি করেছেন। এর অধীনে শহরের বিভিন্ন স্থানে চায়ের স্টল, পানের দোকান, খাবারের স্টল ইত্যাদিতে দুজনের বেশি গ্রাহক রাস্তায় জড়ো হতে পারবেন না। তাদের সামাজিক দূরত্ব কমপক্ষে ১ মিটার বজায় রাখতে হবে। রাস্তার বিক্রেতা এবং গ্রাহক উভয়ই আদেশ লঙ্ঘনের জন্য দায়বদ্ধ থাকবেন।
এই আদেশটি পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত সমগ্র জেলায় বলবত থাকবে বলে শিলচর তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে জানানো হয়েছে।