Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

সুতারকান্দি দিয়ে ফেরত পাঠানো হল ২২ বাংলাদেশি বন্দিকে

ওয়েটুবরাক, ১২ ফেব্রুয়ারি: করিমগঞ্জ জেলার সুতারকান্দি স্থলবন্দর দিয়ে ২২ জন বাংলাদেশি বন্দিকে শনিবার স্বদেশে ফেরত পাঠানো হল৷ তারা বিনা পাসপোর্টে ভারতে এসে ধরা পড়ে আসামের বিভিন্ন জেলে বন্দি ছিলেন৷ শাস্তির মেয়াদ ফুরনোর পর শুরু হয় প্রত্যর্পণ প্রক্রিয়া৷ বাংলাদেশ সরকার তাদের ঠিকানা সম্পর্কে নিশ্চিত হয়ে এ ব্যাপারে সায় জানায়৷

এ দিন যারা দেশে ফিরলেন, তাদের মধ্যে কাছাড় জেলায় ধরা পড়েছিলেন দুইজন৷ সেলিম আহমেদ ও রোহন আহমেদ আজলু৷ করিমগঞ্জে তিনজন৷ কয়িসুদ্দিন তালুকদার, মহম্মদ শাহিনুর ও মহম্মদ ফিরোজ৷ সবচেয়ে বেশি সাতজন গ্রেফতার হন ধুবড়ি জেলায়৷ তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের খানসামা উপজেলার দক্ষিণ বালিপাড়ার ৪৫ বছর বয়সী সাধু জয়চন্দ্র শর্মা ওরফে জয়চন্দ্র রায়৷ গুয়াহাটি শহরে ধরা পড়েছিলেন পাঁচজন৷ এ ছাড়াও কামরূপ জেলায় ধৃত একজনও স্বদেশে ফিরলেন৷ দুইজন রয়েছেন দক্ষিণ শালমারাতে ধৃত৷ অন্য দুইজন নলবাড়ি ও বঙ্গাইগাঁওয়ে জেল খেটেছেন৷

শনিবার আসাম পুলিশ ও বিএসএফের কাছ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ তাদের গ্রহণ করে৷ দুই দেশের ইমিগ্রেশন কর্তারাও সংশ্লিষ্ট নথিতে স্বাক্ষর করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker