India & World UpdatesHappeningsBreaking News
সীমান্ত নিরাপত্তায় রাজ্যেরও দায়িত্ব রয়েছে, বললেন শাহ
ওয়েটুবরাক, ১৮ ডিসেম্বর : সীমান্ত নিরাপত্তায় বিএসএফের পাশাপাশি রাজ্যেরও দায়িত্ব রয়েছে। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব উপস্থিত ছিলেন৷ ওড়িশার প্রতিনিধিত্ব করেন সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে আন্তর্দেশীয় সীমান্ত ছাড়াও আন্তর্রাজ্য সীমান্ত নিয়েও আলোচনা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে বলেন, ‘সীমান্ত নিরাপত্তায় শুধু বিএসএফের ঘাড়ে দায়িত্ব চাপাতে পারে না রাজ্য। এ নিয়ে তাদেরও দায়িত্ব রয়েছে। রাজ্যকে সেই দায়িত্ব সক্রিয় ভাবে পালন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আগের কেন্দ্র সরকারের অনেক খামতি ছিল, আমরা সেই খামতি পূরণ করেছি। সীমান্ত রক্ষায় আরও অগ্রগতির জন্য আমরা কাজ করছি।’ সূত্রের খবর, সীমান্ত নিরপত্তায় পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে অর্থ দাবির পাশাপাশি ১০০ দিনের কাজে রাজ্যের পাওনা টাকার কথাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। এর সঙ্গে সীমান্ত রক্ষার নামে বিএসএফের অতিসক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা–এই চার রাজ্য পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের সদস্য। আন্তর্দেশীয় এবং আন্তর্রাজ্য সীমানা নিরাপত্তা ও পরিকাঠামো ক্ষেত্রে যৌথ উদ্যোগ নিয়ে আলোচনার জন্য এই বৈঠক হয়। এর আগে ৫ নভেম্বর এই বৈঠকটি হওয়ার কথা ছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ব্যস্ত থাকার কারণে বাতিল হয়েছিল৷