Barak Updates
সিলেটে নাট্যোৎসবে রওনা দিল বরাকের ৩৫ জনের নাট্যদল
ওয়ে টু বরাক, ১৮ মার্চ : বাংলাদেশের সিলেটে ১৬ মার্চ থেকে শুরু হয়েছে বরাক- সুরমা নাট্যোৎসব। সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে এই নাট্যোৎসব ২১ মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে শুরু হবে অনুষ্ঠান। কথাকলি সিলেটের উদ্যোগে এবং ঢাকায় থাকা ভারতীয় হাই কমিশন ও সিলেট সিটি কর্পোরেশনের যৌথ সহযোগিতায় এই নাট্য উৎসব আয়োজিত হচ্ছে।
এই নাট্যোৎসবে বরাক উপত্যকার চারটি নাট্যদল মোট পাঁচটি নাটক মঞ্চস্থ করবে। এই চারটি নাট্য সংস্থার ৩৫ জনের প্রতিনিধি দল শনিবার সকালে শিলচর থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই নাট্য উৎসবে শিলচরের আজকের প্রজন্ম থিয়েটার, পয়লাপুলের রেস থিয়েটার, শিলচরের গণসুর ও হাইলাকান্দির বিবর্তন নাট্যদল নাটক মঞ্চস্থ করবে। মোট পাঁচটি নাটক মঞ্চস্থ করবে এই চারটি নাট্যদল। পয়লাপুলের রেস থিয়েটারের প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট নাট্যকার ইন্দ্রনীল দেবের লেখা মোট চারটি নাটক এই নাট্যোৎসবে উপস্থাপিত হবে। এর মধ্যে রয়েছে বরাক উপত্যকায় জনপ্রিয় হওয়া তিন পুতুলের গল্প, চাইছি তোমার বন্ধুতা, অধরা-মাধুরী, এই অরণ্যে।
এছাড়াও গণসুরের পরিবেশনায় মঞ্চস্থ হবে নাটক নাথবতি অনাথবধ। সিলেটের কথাকলি নাট্য সংস্থার উদ্যোগে এ বছর দ্বিতীয়বারের মতো বরাক সুরমা নাট্য উৎসব আয়োজিত হচ্ছে। হাইলাকান্দির বিবর্তন থিয়েটার এ নিয়ে দ্বিতীয়বার এই নাট্য উৎসবে নাটক মঞ্চস্থ করতে চলেছে। শনিবার সকালে শিলচর থেকে এই চারটি নাট্য সংস্থার ৩৫ জনের প্রতিনিধি দল সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সুনামের সঙ্গে নাটক মঞ্চস্থ করে যাতে বরাকের সুনাম উজ্জ্বল করতে পারেন, সেজন্য জনগণের ভালোবাসা ও শুভেচ্ছা কামনা করেছেন নাট্য সংস্থাগুলির কর্মকর্তারা।