NE UpdatesHappeningsBreaking News
সিপাঝাড়ের ঘটনায় কলেজ শিক্ষকদের নিন্দা
ওয়েটুবরাক, ২৩ সেপ্টেম্বরঃ সিপাঝাড়ে পুলিশের গুলিতে দুইজনের মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে আসাম কলেজ শিক্ষক সংস্থা (এসিটিএ)। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ হল সমাজে অপরাধ শনাক্ত ও প্রতিরোধ করে আইন-শৃঙ্খলা রক্ষার এক অসামরিক বাহিনী। প্রয়োজনে ন্যূনতম শক্তি প্রয়োগের ক্ষমতা তাদের রয়েছে। তাই বলে আগ্নেয়াস্ত্রে সুসজ্জিত একটি দল একজন আক্রমণকারীকে প্রতিরোধ না করে শূন্য দূরত্বে গুলি করে মারা এবং মাটিতে লুটিয়ে পড়ার পরও উপর্যুপরি প্রহার করা পুলিশের কাজ হতে পারে না। তাদের কথায়, এ প্রতিহিংসাপরায়ণতা। মৃত ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়ে চিত্রগ্রাহক যা করলেন, একে এসিটিএ উন্মাদ পৈশাচিক প্রবৃত্তির প্রতিফলন বলে উল্লেখ করেছেন। তাঁরা তার উপযু্ক্ত শাস্তির দাবিতে সরব হয়েছেন। বলেন, এই ঘটনায় বিশ্ববাসীর কাছে অসমের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে।
পাশাপাশি এসিটিএ জানিয়েছে, পুলিশের ওপর আক্রমণ করাটাও নিন্দনীয়। বনভূমি, সরকারি জমি বেদখল মুক্ত করা জরুরি বটে, কিন্তু তাই বলে সংবিধান, আইন এবং মানবাধিার ভূলুণ্ঠিত হওয়া কোনও পরিস্থিতিতে কাম্য নয়।