NE UpdatesHappeningsBreaking News
সিত্রাং ত্রিপুরামুখি! মঙ্গলবার আগরতলায় সরকারি কর্মচারীদের ওয়ার্ক ফ্রম হোম
ওয়েটুবরাক, ২৪ অক্টোবর : ঘূর্ণিঝড় সিত্রাং ত্রিপুরার দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে ত্রিপুরায় ভারী বৃষ্টি ও ঘূর্ণিঝড় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। এতে যে ধরনের বিপর্যয় হতে পারে তার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে এবং জনসাধারণের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জরুরি পরিষেবা ব্যতীত অন্যান্য ক্ষেত্রের সরকারি কর্মচারীরা মঙ্গলবার অফিসে না এলেও চলবে৷ সরকারি ছুটি ঘোষণা না করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়ি থেকে কাজ করলেই হবে৷ এই নির্দেশ শুধু আগরতলা পুর নিগম এলাকায় কার্যকর বলে সরকারি তরফে জানানো হয়েছে৷ পাশাপাশি এও বলা হয়েছে, আগরতলাতে প্রয়োজনে কর্তৃপক্ষের নির্দেশে অফিসে রিপোর্ট করতে হবে। শহরে যানজট কমানোর জন্য সকলের উদ্দেশ্যে আহ্বান জানানো হয়েছে৷ ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন দফতর জানিয়েছে, যানজট কমানোর জন্যই আগরতলায় ওয়ার্ক ফ্রম হোমের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগরতলা পুর নিগম থেকে জনগণের উদ্দেশে বেশ কয়েকটি জরুরি পরিষেবার ফোন নম্বরও জানিয়ে দেওয়া হয়েছে৷
আগামী মঙ্গল-বুধবার সরকারি, বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে৷ নিয়মিত চলাচলকারী কোনও ট্রেন বাতিল না হলেও দীপাবলির বিশেষ ট্রেনগুলি বাতিল করা হয়েছে৷