NE UpdatesHappeningsFeature Story

সিএএ নিয়ে অসমে পক্ষে-বিপক্ষে ক্ষোভ

ওয়েটুবরাক, ১২ ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন (কা) নিয়ে অসমে রবিবার পক্ষে-বিপক্ষে ক্ষোভ পরিলক্ষিত হয় ৷

ঠিক তিন বছর আগে ১১ ডিসেম্বর তারিখে নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হয়৷ তাতে বলা হয়, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পাকিস্তান,বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের দরুন যে সব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি ভারতে প্রবেশ করে বসবাস করছেন, তাঁদের নাগরিকত্বের জন্য আবেদনের সুযোগ দেওয়া হবে৷ ওই আইন তিন বছরেও কার্যকর হয়নি৷ বিধি প্রণয়নের জন্য কেন্দ্র সরকার দফায় দফায় সময় নিচ্ছে৷ এ নিয়ে ক্ষুব্ধ অসমের হিন্দু বাঙালি সংগঠনগুলি৷

এ দিকে, নতুন আইনটি বাতিলের দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় এ দিন আন্দোলন সংগঠিত হয়৷ নর্থইস্ট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (নেসো) স্থানে স্থানে কালো পতাকা উত্তোলন করে৷ অসম জাতীয় পরিষদ এই দিনটিকে প্রতারণা দিবস হিসাবে পালন করে৷ হাতে হাতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা৷ পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ বলেন, এই আইন বাতিল না হলে অসমিয়াদের ভাষা, সংস্কৃতি, কৃষ্টি বিপন্ন হবে৷ একে সাম্প্রদায়িক, অসম চুক্তির বিরোধী বলেও উল্লেখ করেন তিনি৷ তাঁর কথায়, গণআন্দোলনের জন্যই কেন্দ্র বিধি প্রণয়নে সময় নিচ্ছে৷ এখনই আন্দোলনকে তীব্রতর করে আইন বাতিলে সরকারকে বাধ্য করতে হবে৷ নেসো-আসুর পক্ষ থেকেও সরকারকে এই ব্যাপারে হুঁশিয়ার করে দেওয়া হয়৷

সিএএর বিরুদ্ধে আন্দোলনে নেমে পুলিশের গুলিতে নিহত পাঁচজনের স্মৃতিতে আজ সোমবার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেছে কা বিরোধী সমন্বয় সমিতি৷ ওই অনুষ্ঠানে সমাজকর্মী-রাজনীতিক যোগেন্দ্র যাদবও বক্তৃতা করবেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker