Barak UpdatesHappeningsBreaking News
সায়ন্তনের জন্মদিন ‘স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন দাবি দিবস’ হিসেবে পালিত
ওয়েটুবরাক, ১৩ এপ্রিল : ২০১৯ ইংরেজির অক্টোবর মাসে শিলচরের ২৫ বছরের তরুণ সায়ন্তন চক্রবর্তী শিলচর মেডিকেল কলেজে এনজিওপ্লাস্টি চিকিৎসার অভাবে প্রয়াত হন। তার পরই সায়ন্তনের বন্ধুরা তৈরি করেন ‘থাউজেন্ড সায়ন্তন দল’। শুরু হয় শিলচর মেডিক্যাল কলেজের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন বিষয়ক ধারাবাহিক আন্দোলন। ১২ জুলাই সায়ন্তনের জন্মদিন ছিল। থাউজেন্ড সায়ন্তন গোটা দিন নানা কর্মসূচির মাধ্যমে পালন করছে সায়ন্তনের জন্মদিন। শিলচরের পথশিশু গরীব শিশুদের মুখে সামান্য খাবার তুলে দিয়েছেন তাঁরা। কিডনির অসুখে দীর্ঘদিন থেকে অসুস্থ শিলচরের সুচরিতা ভট্টাচার্যকে তাঁর চিকিৎসা বাবদ কিছু অর্থ তুলে দেওয়া হয়।
এবার সায়ন্তনের জন্মদিনকে ‘স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন দাবি দিবস’ হিসেবে পালন করেছে থাউজেন্ড সায়ন্তন। তারই অঙ্গ হিসেবে অভিনব এক কর্মসূচি হাতে নিয়েছিলেন তাঁরা। আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্বাস্থ্য বিষয়ক দাবি সম্বলিত বেলুন উড়িয়ে আকাশের ঠিকানায় পাঠিয়ে দেন৷ দাবিগুলোর মধ্যে রয়েছে, শিলচর মেডিক্যাল কলেজে ক্যাথ ল্যাবের কাজ অবিলম্বে শুরু করা, নিউরো চিকিৎসা পরিষেবা শুরু করা, নেফ্রো চিকিৎসা শুরু করা, শিলচর মেডিকেল কলেজকে গুয়াহাটি মেডিকেল কলেজের সমপর্যায়ে উন্নীত করা, শিলচর মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি পাঠক্রম চালু করা ইত্যাদি।