India & World UpdatesHappeningsBreaking News
সামাজিক দূরত্ব বজায় রেখে কেজরির বৈঠক
২৫ মার্চ : কথায় নয়, কাজেও করোনা সতর্কতার প্রমাণ দিচ্ছে মোদি সরকার। নিজের ভাষণে মোদি বলছিলেন এই সতর্কতা শুধু আমজনতার জন্য নয়। প্রধানমন্ত্রী বা অন্য মন্ত্রী কেউ এর থেকে বাদ পড়বেন না। বুধবারের সকালের দিল্লি মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকের শুরুতেই ব্যাপারটা হাতে-কলমে সামনে উঠে এল। বৈঠক শুরু হতেই দেখা গেল সামাজিক দূরত্ব বজায় রাখার নমুনা। প্রত্যেক মন্ত্রীই নিজেদের মধ্যে করোনা সংক্রমণ প্রতিরোধের সবচেয়ে বড় সতর্কতার ফর্মূলা মেনে চলছেন।
মূলত জরুরি ভিত্তিতেই ছিল দিল্লি কেজরিওয়াল সরকারের এই ক্যাবিনেট বৈঠক। এতে মুদি দোকান, সবজি দোকান সহ জরুরি সামগ্রী বিক্রেতাদের ই-পাস দেওয়ার কথা ঘোষণা করেছে দিল্লি সরকার। তবে এর জন্য সরকার প্রদত্ত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে। প্রসঙ্গত, মঙ্গলবার ২১ দিন পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে মোদি সরকার। খোদ জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জরুরি পরিষেবা এর আওতায় পড়বে না। এই নির্দেশ অমান্যকারীদের জরিমানা সহ সর্বাধিক দু’ বছর পর্যন্ত সাজা হতে পারে।