Barak UpdatesHappeningsBreaking News
সাধারণ ধর্মঘটের সমর্থনে প্রচারে নামবে এআইডিএসও
২১ নভেম্বর: আগামী ২৬ নভেম্বরে দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও ফেডারেশনগুলোর আহূত সাধারণ ধর্মঘটকে সফল করতে জেলায় জোরালো প্রচার চালাবে এআইডিএসও। শুক্রবার শিলচরের পেনসনারস ভবনে এআইডিএসও-র কাছাড় জেলা কমিটির এক বর্দ্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্মঘটের সমর্থনে শিলচরে বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের একটি যৌথ মিছিল আয়োজনের ব্যাপারেও চর্চা হয়। এ ব্যাপারে অন্যান্য সংগঠনগুলিকে আহ্বান জানানো হবে।
সভায় উপস্থিত কাছাড় জেলা কমিটির সহ সভাপতি গৌরীশ দেব,সম্পাদক গৌর চন্দ্র দাস,কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য প্রমুখ বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করতে চলেছে। দেশের সাধারণ জনগণ,শিক্ষক, শিক্ষাবিদ ও অভিভাবকদের মতামতকে গুরুত্ব না দিয়ে করোনা মহামারি রোখার নামে অপরিকল্পিত লকডাউন করে দেশের জনসাধারণের জীবন-জীবিকাকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। সংসদে কোনও আলাপ-আলোচনা ছাড়াই জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করে দেয়। এই আইন ধর্মনিরপেক্ষ, বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার পরিপন্থী, যার ফলে দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, আইনজীবী, বুদ্ধিজীবি, সমাজকর্মীরা তা বাতিলের দাবিতে রাষ্ট্রপতির নিকট ইতিমধ্যে দাবি পেশ করেছেন।
এছাড়াও এআইডিএসও’র সর্বভারতীয় কমিটির আহ্বানে সারা দেশ থেকে লক্ষ লক্ষ স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর ওইসব স্বাক্ষর সংবলিত স্মারকপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে। তারা এও বলেন, পুঁজিপতিদের স্বার্থ-রক্ষাকারী বর্তমান কেন্দ্র সরকার কোনও কিছুকে পাত্তা দিতে চাইছে না। শিক্ষা, স্বাস্থ্য সহ রেল,বিমা, ব্যাঙ্ক, বিএসএনএল ইত্যাদি বিভাগ দেশি-বিদেশি পুঁজিপতিদের হাতে তুলে দিতে চলেছে। দেশের সম্পদ বিক্রি করে দেওয়া ও শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার বিরুদ্ধে দেশের শ্রমজীবী ও সাধারণ মানুষের সংগ্রামে ছাত্রছাত্রীদের সামিল হওয়ার আহ্বান জানানো হয় ওই সভায়।
পাশাপাশি কলেজ রোডে জনৈক কাছাড় কলেজের পড়ুয়ার উপর সংগঠিত আক্রমণের তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের নিকট দাবি জানানো হয়, অতিসত্বর ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতার করা হোক এবং এই ঘটনাকে কেন্দ্র করে যাতে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট না হয় সে ব্যাপারে কড়া পদক্ষেপ গ্রহণ করা হোক।