India & World UpdatesHappeningsBreaking News
সাতসকালে কাশ্মীরে গুলির লড়াই, হত জইশ জঙ্গি
৩ জুন : বুধবার সকালেই গুলির লড়াই শুরু হয় কাশ্মীরের পুলওয়ামা জেলার কঙ্গন এলাকায়। এই সংঘর্ষে ভারতীয় সেনার হাতে নিকেশ হয় তিন জইশ-ই-মহম্মদ জঙ্গি। কঙ্গন এলাকায় জঙ্গিদের আত্মগোপন করে থাকার খবর পেয়েই তল্লাশি চালাতে শুরু করে সেনা। জম্মু কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনার ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফের ১৮৩ নম্বর ব্যাটেলিয়নের যৌথ উদ্যোগে কাশ্মীরের আস্তান মহল্লায় তল্লাশি শুরু হয়। তল্লাশি চলাকালীনই গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও।
জম্মু কাশ্মীর পুলিশ জানাচ্ছে, জঙ্গিরা যেখানে লুকিয়েছিল সেই জায়গাটি ঘিরে ফেলতেই গুলির লড়াই শুরু হয়। খতম হওয়া তিন জইশ জঙ্গির মধ্যে একজন জইশ কমান্ডার বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই গোটা কাশ্মীর জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে খবর। গত সোমবারই সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছিল, তিন সশস্ত্র জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করেছে। সেই সময় রাজৈরি জেলার সীমান্ত জঙ্গিদের সঙ্গে গুলিবিনিময়ে শুরু হয় ভারতীয় সেনার। পরে সেনা সূত্রে দাবি করা হয়, তিন জঙ্গিকে তাঁরা নিকেশ করেছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও দেহ উদ্ধার হয়নি।
গত সপ্তাহেই পুলওয়ামা থেকে উদ্ধার হয়েছিল গাড়ি ভর্তি বিস্ফোরক। আনুমানিক ৪০-৪৫ কেজি বিস্ফোরক মজুর করা হয়েছিল। জঙ্গিদের নাশকতার ছক বানচাল করে দিয়েছিল ভারতীয় সেনা। সীমান্ত চুক্তি লঙ্ঘন করে বারবার ভারতীয় মূলভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গোয়েন্দা সূত্রের খবর, করোনার এই সংকটের সময়ই পাকিস্তান ভারতে হামলা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। যা প্রতিহত করতে সর্বদা সতর্ক রয়েছে ভারতীয় সেনা বাহিনী।