NE UpdatesAnalyticsBreaking News

সহকারী অধ্যাপকের বেতন ৮০০০ থেকে বেড়ে ৫৫ হাজার

২০ অক্টোবর : রাজ্যের বিভিন্ন প্রাদেশিকৃত কলেজে কর্মরত একাংশ শিক্ষকের বেতন বৃদ্ধি হয়েছে। ফিক্সড পে হিসেবে কর্মরত ১৩৫ জন সহকারী অধ্যাপকের মাসিক বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট কমিটি। তাদের বেতন বেড়ে এ বার হচ্ছে ৫৫ হাজার টাকা।

Rananuj

গতকাল ক্যাবিনেট বৈঠকের পর শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু জানিয়েছেন, ফিক্সড পে-তে যারা ৮ হাজার ও ২১ হাজার টাকা পেতেন, তাদেরই বাড়িয়ে ৫৫ হাজার করা হচ্ছে। মন্ত্রী বলেন, ১৩৫ জন শিক্ষকের মধ্যে ৬৮ জন এতোদিন মাসিক ৮ হাজার টাকা ও ৬৭ জন মাসিক ২১,৬০০ টাকা বেতন পেয়েছেন। তাদের বেতন বাড়িয়ে এ বার ৫৫ হাজার করা হচ্ছে। তিনি বলেন, তাদের বেতন বাড়ানো হলেও তাদের চাকরি ফিক্সড পে-তেই থাকবে। ক্যাবিনেট কমিটির এই সিদ্ধান্তে স্বভাবতই খুশির হাওয়া শিক্ষক মহলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker