NE UpdatesAnalyticsBreaking News
সরকারি ব্যয় সংকোচন, জেলায় ক্যাবিনেট বৈঠকের খরচের মাত্রা ৫ লক্ষ
গুয়াহাটি, ১০ অক্টোবর : ঋণের বোঝায় ডুবে থাকা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকার এবার ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত করা থেকে শুরু করে বিভিন্ন সরকারি সভা আয়োজনের ক্ষেত্রে ব্যয় সংকোচন করার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। গুয়াহাটি জনতা ভবনে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার উপস্থিতিতে অনুষ্ঠিত রাজ্য ক্যাবিনেট বৈঠকে এধরনের সরকারি ব্যয় সংকোচন এর বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্যাবিনেট বৈঠকের শেষে মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া সাংবাদিকদের জানিয়েছেন, গুয়াহাটির বাইরে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত করার নামে জেলা কমিশনাররা আবর্ত ভবন এবং পরিদর্শন বাংলোর কোনও মেরামতি করতে পারবেন না। ক্যাবিনেট বৈঠকের জন্য জেলাশাসকরা তাদের খরচ ৫ লক্ষ টাকার মধ্যে সীমিত রাখতে হবে। এছাড়া বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রী সহ অন্য মন্ত্রীরা সফরের নামে কোনও ধরনের খরচ করতে পারবেন না। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে গুয়াহাটির বাইরে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত করা এবং বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রী সহ অন্য মন্ত্রীদের ভ্রমণের খরচের ব্যবস্থা করা হবে।
ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এ সংক্রান্ত এক নির্দেশ জারি করেছেন। এই নির্দেশনা এ দিন ক্যাবিনেট বৈঠকে অনুমোদন পেয়েছে।
এদিকে আগামী তিন মাসে রাজ্যের কোন কোন জেলায় ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে, তাও এ দিন বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী নভেম্বর ও ডিসেম্বরে যথাক্রমে তিনসুকিয়া ও উত্তর লখিমপুরে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী বছরের জানুয়ারিতে ক্যাবিনেট বৈঠক হবে নগাও জেলায়।