Barak UpdatesHappeningsBreaking News
সরকারি অনুষ্ঠানে পোর্টাল সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা জারির আর্জি প্রেস ক্লাব করিমগঞ্জের
গুয়াহাটিতে গিয়ে জনসংযোগ সঞ্চালকের সঙ্গে আলোচনা
ওয়েটুবরাক, ১১ সেপ্টেম্বরঃ ফেসবুক ও ইউটিউব চ্যানেলের সাংবাদিকদের জন্য মূলস্রোতের সাংবাদিকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ ব্যাপারে রাজ্যের তথ্য ও জনসংযোগ বিভাগের সঞ্চালক মানবেন্দ্র দেবরায়ের দৃষ্টি আকর্ষণ করলেন প্রেস ক্লাব করিমগঞ্জের এক প্রতিনিধি দল। সভাপতি মিহির দেবনাথ, সম্পাদক অরূপ রায় ও সদস্য সাইদুল ইসলাম গুয়াহাটিতে গিয়ে সঞ্চালক দেবরায়ের সঙ্গে সাক্ষাত করেন। আলোচনায় তাঁরা বলেন, সম্প্রতি মুখ্যমন্ত্রী ওই ধরনের পোর্টাল সাংবাদিকরা যাতে তাঁর কোনও অনুষ্ঠানে না যান, সেই নির্দেশ জারি করেছেন।তাঁরা চান, শুধু মুখ্যমন্ত্রীর কর্মসূচি নয়, সরকারি সমস্ত ক্ষেত্রে পোর্টাল সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হোক।
সঞ্চালক দেবরায়ের সঙ্গে আলোচনায় প্রেস ক্লাব করিমগঞ্জের তিন সদস্যের দলটি বরাকের সাংবাদিকদের নানা সমস্যা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সাংবাদিকদের সুরক্ষা, সংবাদ লেখার ক্ষেত্রে সরকারি আধিকারিক ও বিভিন্ন বিভাগ থেকে তথ্য সরবরাহ করা, সরকারের পক্ষ থেকে বরাকের সাংবাদিকদের সুবিধা প্রদান ইত্যাদি। সেই সঙ্গে বরাক উপত্যকার সাংবাদিকদের নিয়ে সরকারি আয়োজনে কর্মশালা করারও প্রস্তাব দেন তাঁরা। বিস্তারিত আলোচনা শেষে জনসংযোগ সঞ্চালক জানান, পুজোর পর বরাক উপত্যকায় সাংবাদিকদের নিয়ে দুটি কর্মশালা করার চেষ্টা চালানো হবে । একটি কর্মশালা করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা নিয়ে করিমগঞ্জে অনুষ্ঠিত হবে, অপরটি কাছাড় জেলার সাংবাদিকদের নিয়ে শিলচরে আয়োজন করা হবে । আর অন্যান্য দাবিগুলো নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন।