Barak UpdatesHappenings
সম্মিলিত মঞ্চের আবৃত্তি কর্মশালা শুরু শিলচরে
ওয়ে টু বরাক, ২৭ নভেম্বর : রজত জয়ন্তী বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে এ বার আবৃত্তি কর্মশালা করছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। শনিবার বিকেলে মধ্যশহর সাংস্কৃতিক সমিতির ভবনে এই কর্মশালা শুরু হয়েছে। চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। ইতিমধ্যেই এতে ২৫ জনের অধিক প্রশিক্ষার্থী অংশ নিয়েছেন। কর্মশালার প্রশিক্ষক বিশিষ্ট বাচিক শিল্পী অমিত শিকিদার।
শনিবার এই কর্মশালার উদ্বোধন করেছেন সম্মিলিত মঞ্চের সভাপতি শেখর দেবরায় ও প্রশিক্ষক অমিত শিকিদার। শেখর বাবু জানান, মঞ্চের ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরভর বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবেই এই কর্মশালা। তিনি আশা প্রকাশ করে বলেন, এই কর্মশালায় যোগদানকারীদের মধ্য থেকে অনেক সম্ভাবনাময় শিল্পী বেরিয়ে আসবে। প্রশিক্ষক শিকিদার বলেছেন, আবৃত্তি শিল্পকে আত্মস্থ করতে হলে সাধনার কোনও বিকল্প নেই। ঠিকঠাক ব্যাকরণ জানতে হবে এবং প্রতিদিন সময় করে এর অভ্যেসও করতে হবে।
এ দিন কর্মশালার উদ্বোধনী পর্বে অন্যদের মধ্যে ছিলেন মঞ্চের সম্পাদক অজয় রায়, কর্মশালার আহ্বায়ক তথা সহ সভাপতি মনোজ দেব, সুপ্রদীপ দত্তরায়, সমরেন্দ্র দেব, শান্তশ্রী সোম, অরিন্দম দেব প্রমুখ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন প্রতীতী শীল ও পৌলমী শীল।