Barak UpdatesBreaking News

সম্ভাব্য এনআরসি-ছুটদের ভবিষ্যৎঃ রবিবার বঙ্গসাহিত্যের আলোচনা সভা
Future of Probable NRC Excluded Persons: Panel discussion at Banga Bhavan on Sunday

১৮ জুলাইঃ ভাষাশহিদ জগন-যীশু স্মরণে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে আগামী রবিবার এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনার বিষয়ঃ সম্ভাব্য এনআরসিছুটদের ভবিষ্যৎ তাতে নির্ধারিত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আইনজীবী ধর্মানন্দ দেব ও বঙ্গসাহিত্যের কেন্দ্রীয় সমিতির কোষাধ্যক্ষ আশিসকুমার চৌধুরী। বেলা ১১টায় বঙ্গভবনের কনফারেন্স হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বঙ্গসাহিত্যের আঞ্চলিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, এনআরসি-র চূড়ান্ত তালিকায় যে লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ পড়বে, তা ক্রমে স্পষ্টতর হচ্ছে। সে ক্ষেত্রে যাদের নাম এনআরসি-তে থাকবে না, তাদের কী করণীয়, সংস্থা-সংগঠনগুলিই বা কী করতে পারে, সে সব নিয়েই বক্তারা আলোকপাত করবেন সে দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker