Barak Updates

সমকামীদের আইনি স্বীকৃতি, শিলচরেও সন্তোষ, জমায়েত

৮ সেপ্টেম্বরঃ কারও হাতে প্লে-কার্ড লেখা, ধন্যবাদ সুপ্রিম কোর্ট। কেউ ধরে দাঁড়িয়েছেন, ছেলেতে-ছেলেতে প্রেম হয়েছে, বেশ হয়েছে।

Rananuj

সমকামিতাকে স্বীকৃতি দেওয়ায় সন্তোষ প্রকাশ করে শনিবার শিলচরেও জমায়েতের ডাক দেয় রেইনবো প্রাইড-এর স্থানীয় শাখা। বেশ কয়েকজন তরুণ-তরুণী ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হন। সমকামী, উভকামী ও রূপান্তরকামীদের সমর্থনে বক্তব্য রাখেন শুভজিত দত্ত, পান্না পাল, বিশ্বজিত সাহা, শহিদুল হক প্রমুখ। শুভজিত জানান, ২০১৩ সালে গুয়াহাটি থেকে এই আন্দোলন তাঁরাই উত্তর-পূর্বের বিভিন্ন শহরে ছড়িয়ে দেন। সমকামিতার ওপর আসাম বিশ্ববিদ্যালয়ে গবেষনারত পান্না পাল বলেন, আইনি স্বীকৃতি মিলছে বটে, কিন্তু এখন সামাজিক স্বীকৃতির জন্য নতুন লড়াই শুরু করতে হবে। সাধারণ জনতার মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। বক্তব্য রাখার ফাঁকেই এদিব ইমন গেয়ে ওঠেন, বাঁচতে দাও, ভালবাসায় বাঁচতে দাও। হয় স্বরচিত কবিতা পাঠও।

English text here

 

Related Articles

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker