India & World UpdatesHappeningsBreaking News
সব বুথে ভিভিপ্যাট স্লিপ গণনার প্রয়োজন নেই, রায় সুপ্রিম কোর্টের
ওয়েটুবরাক, ২৬ এপ্রিলঃ সমস্ত বুথে ইভিএমের ফলের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মিলিয়ে দেখার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ভিভিপ্যাট পদ্ধতির মাধ্যমে কাগজের স্লিপ সহ ইভিএমে পাওয়া ভোটের ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে ওই আর্জি জানানো হয়েছিল। শুনানির পরে শুক্রবার বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ রায় দিয়েছেন, সব বুথে ভিভিপ্যাট স্লিপ গণনার প্রয়োজন নেই। তবে বেঞ্চ জানিয়েছে, ভোটের ফলঘোষণার সাত দিন পরে নির্দিষ্ট অঙ্কের ‘ফি’ জমা দিয়ে ভিভিপ্যাট স্লিপ গণনার আবেদন জানানো যেতে পারে।
আদালত শুক্রবার রায় ঘোষণা করে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন, স্ট্রংরুমে রাখা ইভিএমে প্রতীক লোড করার পরে ৪৫ দিনের জন্য প্রতীক লোড করার জন্য ব্যবহৃত ইউনিটগুলি সিল করে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি, দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানকারী প্রার্থীদের অনুরোধে ফলাফল ঘোষণার পর ইভিএম মাইক্রোকন্ট্রোলার (যার মাধ্যমে ভিভিপ্যাট স্লিপ মেলে) যাচাই করার অনুমতিও দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের রায়ের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের নিশানা করেন। তিনি বলেন, ‘‘বিরোধীরা এত দিন ইভিএম নিয়ে কান্নাকাটি করত। তাদের সপাটে চড় মেরেছে সুপ্রিম কোর্ট। এ বার ওদের ক্ষমা চাওয়া উচিত।’’
দেশের ১০০ শতাংশ বুথে ইভিএমের ফলের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মেলানোর দাবির বিরোধিতা আগেই করেছিল নির্বাচন কমিশন। তারা বলেছিল, সমস্ত বুথে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মিলিয়ে দেখতে হলে নির্বাচন প্রক্রিয়া আবার ব্যালট পেপারের জমানায় পিছিয়ে যাবে। গত বুধবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বেঞ্চও কিছুটা কমিশনের সুরেই কথা বলে। শীর্ষ আদালত জানায়, তারা নির্বাচন নিয়ন্ত্রণ করতে পারে না। নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক সংস্থার কাজে হস্তক্ষেপও করতে পারে না। সেই পর্যবেক্ষণের সঙ্গে সঙ্গতি রেখেই শুক্রবার এ সংক্রান্ত রায় ঘোষণা করেছে শীর্ষ আদালত। বিচারপতি খন্নার মন্তব্য, ‘‘অন্ধভাবে অবিশ্বাস অযৌক্তিক সন্দেহের জন্ম দিতে পারে।’’