Barak UpdatesHappenings
সবুজ বাঁচানোর স্লোগান দিয়ে গাছের চারা রোপন সাংসদ কৃপানাথের
৫ জুন : ‘গাছ লাগান, জীবন বাঁচান’। সেভ গ্রিন সেভ লাইফ। বিশ্ব পরিবেশ দিবসে স্লোগান তুললেন সাংসদ কৃপানাথ মালাহ। এ দিন গাছের চারা রোপণের পর তিনি বলেন, জীবন বাঁচাতে হলে সবুজকে বাঁচানো অত্যন্ত জরুরি। করিমগঞ্জ জেলা বিজেপি কার্যালয়ে গাছের চারা রোপণ করেই স্লোগান দেন সাংসদ।
শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ করিমগঞ্জের সাংসদ দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে গাছের চারা রোপণ করেছেন। গাছের চারা রোপণ করে সাংসদ আরও বলেন, এই ধরিত্রীকে মানব জাতির জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হলে পরিবেশ রক্ষার ওপর গুরুত্ব আরোপ করতে হবে। সেই লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবসের দিন নিজের হাতে গাছের চারা রোপণ করে সবুজায়নের এক নুতন অধ্যায়ের সূচনা করেছেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ।
জেলা বিজেপির দলীয় কার্যালয়ে গাছের চারা রোপণ অনুষ্ঠানে শামিল ছিলেন করিমগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দেবব্রত সাহা, দলের জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, সহ-সভাপতি ডা. মানস দাস, সাধারণ সম্পাদক নির্মল বণিক, সম্পাদক ডা. দেবতোষ পাল, প্রাক্তন পুরনেতা কৃষ্ণ দাস, প্রাক্তন পুরনেত্রী অঞ্জনা রায়, শহর মণ্ডল সভাপতি সঞ্জীব বণিক, প্রচার সচিব নিশিকান্ত ভট্টাচার্য, যুব মোর্চার জেলা সভাপতি অমিত পাল, পিণ্টু দাস প্রমুখ।