Barak UpdatesHappeningsBreaking News
সবাই চাইলে পৃথক বরাকে আপত্তি নেই হিমন্তেরও
ওয়েটুবরাক, ৭ সেপ্টেম্বরঃ হিমন্ত বিশ্ব শর্মা জানেন, সাত মন ঘি হবে না, আর রাধারানির নাচও হবে না। তাই পৃথক বরাক প্রশ্নে কোনও যুক্তি, পাল্টা যুক্তির ধারেকাছে যাননি। স্বভাবসিদ্ধ ঢঙে এও বলেননি যে, পৃথক বরাক এ আবার কী বস্তু। বরং প্রসঙ্গ আসতেই হালকা করে বল ঠেলে দিলেন দাবিদারদের কোর্টে। বললেন, “বরাকের সবাই যদি চান, পৃথক বরাকে আমার আপত্তি নেই। কিন্তু বরাকের সবাইকে একযোগে তা বলতে হবে। তবে মুখ্যমন্ত্রী হিসাবে আমি চাই, সবাইকে নিয়ে থাকতে৷ কিন্তু বরাকবাসী একযোগে আলাদা হতে চাইলে হবে৷”
ডিলিমিটেশন ইস্যুতেও হালকা জবাব মুখ্যমন্ত্রীর, বরাকের দুটি আসন কমলেও আসামের তো আসনসংখ্যা একই রইল। তাহলে আর সমস্যা কোথায়। তাঁর কথায়, আসন যতটাই হোক, টাকা-পয়সার সমস্যা নেই। বৃহস্পতিবার শিলচরের জনসভায় দাঁড়িয়ে যে সব প্রতিশ্রুতি এবং ঘোষণা করেছেন, সে সব কি তেরো-পনেরোয় আটকে গিয়েছে নাকি, পাল্টা প্রশ্ন হিমন্তের। তাঁর কথায়, ডিলিমিটেশনে বরাকের সবাই খুশি৷ শুধু কিছু বামপন্থীই খুশি হতে পারেননি৷ বামপন্থী আর কংগ্রেসিরা তো খুশি হবে না, এটাই স্বাভাবিক৷