India & World UpdatesHappeningsBreaking News
সবচেয়ে সস্তা করবেভ্যাক্স ! কয়েক মাসের মধ্যেই বায়োলজিক্যাল-ই’র ভ্যাকসিন
৫ জুন : তৃতীয় দফার ট্রায়াল চলছে। জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমোদন মিললে বায়োলজিকাল-ই সংস্থার উৎপাদিত টিকাই হতে পারে ভারতের সবথেকে সস্তা করোনা টিকা। হায়দরাবাদের বায়োলজিকাল-ই সংস্থাও তৈরি করছে করোনা ভ্যাকসিন। করবেভ্যাক্স নামক এই ভ্যাকসিনটি ইতিমধ্যেই পরীক্ষামূলক প্রথম ও দ্বিতীয় ট্রায়ালে আশাজনক ফল দেখিয়েছে। আপাতত তৃতীয় দফার ট্রায়াল চলছে ভ্যাকসিনটির। আগামী কয়েক মাসের মধ্যেই বাজারে আসতে পারে এই ভ্যাকসিনটি।
দাম সম্পর্কে সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও ন্যাশনাল স্কুল অব মেডিসিনের উপ প্রধান মারিয়া এলেনা বট্টাজ়ি জানান, হেপাটাইটিস বি-র আদতে তৈরি এই ভ্যাকসিনের প্রতি ডোজ়ের উৎপাদন আনুমানিক ১১০ টাকা। সূত্র অনুযায়ী, দ্বিতীয় মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিনের দুটি ডোজ়ের দাম ৪০০ টাকারও কম হতে পারে।
বর্তমানে ভারতে অনুমোদন প্রাপ্ত তিনটি ভ্যাকসিন রয়েছে। এরমধ্যে সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার ভ্যাকসিনের দাম রাজ্য সরকারগুলির ক্ষেত্রে ৩০০ টাকা ও বেসরকারি হাসপাতালে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের দাম সরকারের ক্ষেত্রে ৪০০ টাকা ও বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে ১২০০ টাকা। সম্প্রতি অনুমোদনপ্রাপ্ত রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক-ভি-র প্রতি ডোজ়ের দাম ৯৯৫ টাকা। সুতরাং বাজারে আগামী দিনে বায়োলজিকাল-ই সংস্থার ভ্যাকসিনই যে সবচেয়ে সস্তা ভ্যাকসিন হবে, তা বলার প্রয়োজন রাখে না। তৃতীয় পর্বের ট্রায়ালে থাকা ‘মেড ইন ইন্ডিয়া’ ভ্যাকসিন ইতিমধ্যেই কেন্দ্রের কাছ থেকে ৩০ কোটি ডোজ় কেনার বরাত পেয়েছে। হায়দরাবাদের ওই সংস্থাকে ইতিমধ্যেই দেড় হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র।