Barak UpdatesHappeningsBreaking News
সন্ধ্যারাতে মহাসড়কে বান্ধবীর সামনে যুবককে পিটিয়ে বাইক নিয়ে চম্পট
ওয়েটুবরাক, ২৬ এপ্রিল : দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত যুবক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ উধারবন্দ থানার অন্তর্গত মহাসড়কের ওপর ময়নারবন্দ কলারতল এলাকায় এই ঘটনা ঘটে সোমবার সন্ধ্যারাতে৷ আহত যুবক শিলচর ন্যাশনাল হাইওয়ের বাসিন্দা বছর পঁচিশের দীপঙ্কর দাস মহাসড়কে ঘুরতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন এক তরুণী৷ কলারতল এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে দুজনে গল্প করছিলেন।
তখনই আচমকা দুই অজ্ঞাতপরিচয় যুবক ধারালো অস্ত্র দিয়ে দীপঙ্করের উপর হামলা চালায় । এতে মাটিতে লুটিয়ে পড়েন দীপঙ্কর । কোনও কিছু বোঝার আগেই দীপঙ্করের বাইক নিয়ে পালিয়ে যায় ওই দুই যুবক। কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন তরুণী৷ পরে দীপঙ্করকে উদ্ধার করে উধারবন্দ থানায় নিয়ে যান । সেখান থেকে উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেয় পুলিশ ।
কিন্ত উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর দীপঙ্করের অবস্থা গুরুতর হয়ে উঠলে তাকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা । পরে গুরুতর আহত অবস্থায় দীপঙ্করকে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় । বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন।
সন্ধ্যারাতে মহাসড়কে দুঃসাহসিক হামলা ও বাইক ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। কী কারণে দীপঙ্করের উপর হামলা চালানো হয়েছে, এ নিয়ে রহস্য দেখা দিয়েছে জনমনে। বাইক ছিনতাইয়ের উদ্দেশ্যেই কি এমন হামলা হয়েছে, নাকি ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে, এখনও স্পষ্ট নয়।