Barak UpdatesHappeningsBreaking News

সন্দীপন এন্দো প্রয়াত

 

Rananuj

ওয়েটুবরাক, ১২ সেপ্টেম্বর : দেখাশোনা, হাঁটাচলায় তিনি ছিলেন ঈর্ষণীয়৷ ৭৫ পেরিয়েও দীর্ঘদেহী সন্দীপন এন্দো চলতেন কোমর-পিঠ টানটান করে৷ কিন্তু কিডনির সমস্যা ধরা পড়তেই সব শেষ হয়ে গেল৷ শিলচর এবং গুয়াহাটির চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার সকালে প্রয়াত হলেন সন্দীপনবাবু৷ তিনি চয়ন এন্দো নামেই সকলের কাছে পরিচিত৷ বিভিন্ন সময়ে ছিলেন শিলচর পুরসভার সভাপতি, ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, অগপর জেলা সভাপতি৷

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, তাঁর দেহ শিলচরে নিয়ে আসা হচ্ছে৷ পৌঁছাতে সন্ধ্যা হতে পারে৷ এর পরই অন্ত্যেষ্টির ব্যাপারে সিদ্ধান্ত হবে৷ তাঁর স্ত্রী তপতী এন্দো ও বড় মেয়ে সপ্ততী এন্দ তাঁর সঙ্গেই গুয়াহাটিতে ছিলেন৷ তাঁরাই দেহ নিয়ে ফিরছেন৷

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর৷ রেখে গেছেন স্ত্রী, দুই কন্যা সপ্ততী ও সপ্তশ্রী সহ অসংখ্য আত্মীয়-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের৷ সপ্ততী হাইলাকান্দি জেলার অতিরিক্ত জেলাশাসক৷

জুলাইয়ে সস্ত্রীক কলকাতা গিয়েছিলেন সন্দীপন এন্দো৷ ফিরেই কিছু শারীরিক সমস্যা বোধ করতে থাকেন৷ বিশেষ করে, বমি বমি ভাব লেগেই থাকত৷ এর দরুন খাওয়া প্রায় বন্ধ হয়ে যায়৷ বাড়তে থাকে দুর্বলতা৷ কারণ অনুসন্ধান করে কিছুদিন আগে ধরা পড়ে কিডনির সমস্যা৷ গত ২৮ আগস্ট তাঁকে জীবনজ্যোতি হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছিল৷ কয়েকদিন পরে একটু ভাল বোধ করায় তাঁকে বিশেষ অ্যাম্বুলেন্সে গুয়াহাটি নিয়ে যাওয়া হয়৷  ভর্তি করা হয় সেখানকার অ্যাপলো ইন্টারন্যাশনালে৷ মঙ্গলবার সকালে সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker