India & World UpdatesHappeningsBreaking News

রেলট্র্যাক ধরে হাঁটতে গিয়ে দুটি বড়সড় ঘটনা থেকে বাঁচলেন শ্রমিকরা, সতর্ক করল মন্ত্রক

৯ মে : অল্পের জন্য ঔরঙ্গাবাদের ঘটনার পুনরাবৃত্তি হওয়া থেকে বাঁচলেন আরও কিছু শ্রমিক। রেলের ট্র্যাক ধরে শ্রমিকদের চলাচলের এমন আরও দুটি ঘটনা সামনে এসেছে। তবে দুটি ক্ষেত্রেই বরাতজোরে বেঁচে গিয়েছেন শ্রমিকরা। এর একটি ঘটনা পুনের কাছে ওরলি ও লোনি স্টেশনের মধ্যে। অন্য ঘটনাটি পশ্চিমবঙ্গের নলহাটি স্টেশনের কাছে। এখানেও শ্রমিকরা রেল লাইন ধরে বর্ধমান থেকে ঝাড়খণ্ড যাচ্ছিলেন।

এদিকে ঔরঙ্গাবাদের মর্মান্তিক ঘটনার পর রেলমন্ত্রক ট্যুইট করে জানিয়েছে, সাধারণ মানুষ যেন কোনও অবস্থাতেই চলাচলের জন্য রেল ট্র্যাকের ব্যবহার না করেন। ট্র্যাক ধরে চলাচল মৃত্যু ডেকে আনতে পারে। মন্ত্রক লিখেছে, লকডাউনের ফলে শুধুমাত্র যাত্রী ট্রেনগুলোই বন্ধ রয়েছে। কিন্তু মালগাড়ি, কোভিড-১৯ পার্সেল স্পেশাল ও শ্রমিক স্পেশাল ট্রেনের চলাচল জারি রয়েছে।

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছে মালগাড়ির চাকায় পিষ্ট হয়ে ১৬ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর চব্বিশ ঘণ্টার মধ্যে ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছিল পুনেতে। এ ক্ষেত্রে অবশ্য চালকের তত্‍পরতায় শেষ মুহূর্তে প্রাণ বেঁচেছে কুড়িজন পরিযায়ী শ্রমিকের। শুক্রবার সন্ধ্যাতেই ঘটনাটি ঘটে পুনের কাছে ওরলি ও লোনি স্টেশনের মধ্যে। ওই সময় ওই লাইন দিয়ে দ্রুতগতিতে আসা একটি মালগাড়ির চালক আচমকাই রেল লাইনের উপরে বেশ কিছু মানুষকে দেখতে পান। দূর থেকে তা লক্ষ্য করেই সতর্ক করার জন্য হর্ন বাজাতে থাকেন চালক। একইসঙ্গে ইমার্জেন্সি ব্রেক কষেন তিনি। চালকের তত্‍পরতায় রেল লাইনের উপরে থাকা পরিযায়ী শ্রমিকদের একটি দলের থেকে প্রায় একশো মিটার দূরে দাঁড়িয়ে যায় মালগাড়িটি। জানা গিয়েছে, ওই শ্রমিকরাও রেললাইন ধরে নিজেদের গ্রামের দিকে ফিরছিলেন। ক্লান্ত হয়ে লাইনের উপরেই বসেছিলেন তাঁরা। ঘটনার পর পরই স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়। তাঁরা এসে ওই শ্রমিকদের সরিয়ে নিয়ে যান।

অন্য ঘটনায় শুক্রবার রাতে বর্ধমান থেকে পরিযায়ী শ্রমিকদের একটি দল রেললাইন ধরে যাচ্ছিলেন ঝাড়খণ্ডের বারহাওড়া। ঠিক সেসময় নলহাটির স্টেশনের আগে ব্রাহ্মণী সেতুর কাছে লাইন দিয়ে হাঁটার সময় আচমকাই চলে আসে একটি ইনস্পেকশন ট্রেন। তবে কোনওরকম ক্ষয়ক্ষতির আগেই ওই ইন্সপেকশন ট্রেনের চালক লাইনের ওপর দিয়ে শ্রমিকদের হাঁটতে দেখে ট্রেন থামিয়ে দেন। যে কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ওই শ্রমিকদল বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker